ফ্রিডম বাংলা নিউজ

মঙ্গলবার, জুলাই ৯, ২০২৪ |

EN

রাতে বান্ধবীকে নিয়ে আবাসিক হলে থাকায় জাবি শিক্ষার্থী বহিষ্কার

ক্যাম্পাস প্রতিবেদক | আপডেট: মঙ্গলবার, ডিসেম্বর ১২, ২০২৩

রাতে বান্ধবীকে নিয়ে আবাসিক হলে থাকায় জাবি শিক্ষার্থী বহিষ্কার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবাসিক হলে রাতে বান্ধবীকে নিয়ে অবস্থান করার দায়ে এক শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

সোমবার (১১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের একাধিক সিন্ডিকেট সদস্য এ তথ্য নিশ্চিত করেছেন। 

ওই সিন্ডিকেট সদস্যরা জানান, হল প্রশাসন কর্তৃক গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন ও ডিসিপ্লিনারি বোর্ডের সুপারিশ পর্যালোচনা করে গত ৪ ডিসেম্বর সিন্ডিকেটের বিশেষ সভায় ছাত্রশৃঙ্খলা সংক্রান্ত বিধি ভঙ্গ করার দায়ে ভূগোল ও পরিবেশ বিভাগের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের (৪৮ ব্যাচ) শিক্ষার্থী জয়দ্বীপ দাসকে বহিষ্কার করা হয়েছে। তাকে ছাত্র-ছাত্রীদের জন্য প্রণীত শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ ২০১৮ এর ৩ (২) (খ) ধারা অনুযায়ী সিন্ডিকেট সভার তারিখ পূর্বাহ্ন হতে আগামী ১ বছরের জন্য বহিষ্কার করা হয়। সে উক্ত সময়ে কোন ক্লাস ও পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। এছাড়া, আবাসিক হলে অবস্থান করতে পারবে না। 

গত ৪ জুন রাত ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হলের নিজ কক্ষে বান্ধবীকে নিয়ে আড়াই ঘণ্টা অবস্থান করার অভিযোগ উঠে জয়দ্বীপ দাসের বিরুদ্ধে। জয়দ্বীপ ছাত্রলীগের কর্মী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটনের অনুসারী হিসেবে পরিচিত।