Can't found in the image content. জয়ার অন্যরকম অভিষেক | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

বুধবার, ডিসেম্বর ১১, ২০২৪ |

EN

জয়ার অন্যরকম অভিষেক

বিনোদন ডেস্ক | আপডেট: শুক্রবার, ডিসেম্বর ৮, ২০২৩

জয়ার অন্যরকম অভিষেক
জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান ঢাকা কলকাতার সিনেমায় ব্যস্ত। তবে ঠিক এক বছর আগে খবর এসেছিল হিন্দি সিনেমায় যাত্রা শুরু করছেন অভিনেত্রী। এর মাঝে শুটিং, পোস্ট প্রোডাকশনের কাজ ও সিনেমার ট্রেইলার প্রকাশ হয়েছে। এখন সিনেমা মুক্তির দিনক্ষণ উপস্থিত।

ফেসবুকে সিনেমার পোস্টার শেয়ার করে জয়া লিখেছেন, শুক্রবার ভারতীয় ওটিটি প্ল্যাটফরম জিফাইভে মুক্তি পাচ্ছে অনিরুদ্ধ রায় চৌধুরীর সিনেমা ‘কড়ক সিং’। বলিউডের এই সিনেমায় জয়ার চরিত্রের নাম নয়না।

গত মাসে ভারতের গোয়ায় ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার ৫৪তম আসরে ‘কড়ক সিং’-এর প্রিমিয়ার শো হয়েছে। উৎসবে ‘কড়ক সিং’ ছাড়াও জয়ার আরও তিনটি চলচ্চিত্র ‘ফেরেশতে’,‘পুতুল নাচের ইতিকথা’ ও ‘অর্ধাঙ্গিনী’ দেখানো হয়েছে।

সিনেমায় জয়ার সহশিল্পী হয়েছেন হিন্দি সিনেমার অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী ও অভিনেত্রী সঞ্জনা সাংভিরা, পার্বতী থিরুভোথু, দিলীপ শঙ্কর, পরেশ পাহুজা, বরুণ বুদ্ধদেবসহ আরও অনেকে।