ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, অক্টোবর ১৯, ২০২৪ |

EN

টুঙ্গিপাড়ায় পাঁচ ইউপিতে ৫ স্বতন্ত্র ও ৮ বিদ্রোহী

দুলাল বিশ্বাস, গোপালগঞ্জ প্রতিনিধি | আপডেট: শনিবার, নভেম্বর ২৭, ২০২১

টুঙ্গিপাড়ায় পাঁচ ইউপিতে ৫ স্বতন্ত্র ও ৮ বিদ্রোহী
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার ৫ ইউনিয়নে নৌকার বিপক্ষে ৮ জন বিদ্রোহী  ও ৫ জন স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। শনিবার (২৭ নভেম্বর) টুঙ্গিপাড়া উপজেলার ৫ টি ইউনিয়নের নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা শেখ বদরুদ্দীন ও মোঃ খোরশেদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।


 বৃহস্পতিবার (২৫ নভেম্বর) মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন বিকাল ৫ টা পর্যন্ত ওইসব প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দেন। কুশলী ইউনিয়নে নৌকার প্রার্থী বেলায়েত হোসেন সরদারের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হয়েছেন কুশলী ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি দুলাল গাজী। এছাড়া স¦তন্ত্র প্রার্থী হয়েছেন ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ও চেয়ারম্যান আলী শেখের ছেলে কদর আলী।

বর্ণি ইউনিয়নে নৌকার প্রার্থী  মিলিয়া আমিনুলের বিপক্ষে বিদ্রোহী প্রার্থী হয়েছেন বর্ণি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ খালিদ হোসেন জমাদ্দার। 

গোপালপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী লাল বাহাদুর বিশ্বাসের বিপক্ষে বিদ্রোহী হয়েছেন টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি শৈলেন্দ্রনাথ বাইন, বর্তমান চেয়ারম্যান গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সুষেন সেন ও গোপালপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি রিকো কবিরাজ। এছাড়া স¦তন্ত্র প্রার্থী হয়েছেন অরুন বাইন। 

পাটগাতী ইউনিয়নে নৌকার প্রার্থী শেখ শুকুর আহমেদের বিরুদ্ধে নির্বাচনী যুদ্ধে নেমেছেন বিদ্রোহী প্রার্থী উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ জাহাঙ্গীর হোসেন ও টুঙ্গিপাড়া উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রমজান শরীফ। এছাড়া স¦তন্ত্র প্রার্থী হয়েছেন কবির শেখ। 

ডুমুরিয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী  আলী আহম্মেদের সাথে বিদ্রোহী প্রার্থী  হয়েছেন ডুমুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃণাল কান্তি বিশ্বাস। এছাড়া স¦তন্ত্র প্রার্থী হয়েছেন সাবেক ইউপি চেয়ারম্যান হাসমত আলী শেখ (কিনু) ও সুখময় বাইন চইন্ঠা।
আগামী ২৬ ডিসেম্বর টুঙ্গিপাড়া উপজেলার ৫ ইউপির নির্বাচন অনুষ্ঠিত হবে। ২৯ নভেম্বর প্রার্থিতা যাচাই,বাছাই ও ৬ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন।