ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৪ |

EN

টিভিতে আসছে ‘ইয়াং স্টার’

বিনোদন ডেস্ক | আপডেট: শনিবার, নভেম্বর ২০, ২০২১

টিভিতে আসছে ‘ইয়াং স্টার’

২৩ নভেম্বর থেকে টিভিতে আসছে আরটিভির নতুন রিয়েলিটি শো ‘ইয়াং স্টার। প্রথম পর্যায়ে প্রতিযোগিতার অডিশন রাউন্ডগুলো প্রচার করবে চ্যানেল কর্তৃপক্ষ। অডিশনের রেকর্ডিং হয়েছে ১৫ থেকে ১৭ নভেম্বর।

 

সোহাগ মাসুদের প্রযোজনায় মিউজিক্যাল এই রিয়েলিটি শোতে অংশ নিতে সারা দেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার প্রতিযোগী আবেদন করেন। এর মধ্য থেকে ৫ হাজার প্রতিযোগীর গান রেজিস্ট্রেশনের জন্য নেওয়া হয়। পরে আরও বাছাইয়ের মাধ্যমে স্টুডিও অডিশন রাউন্ডের জন্য ১৫০ জনকে আমন্ত্রণ জানানো হয়। স্টুডিও অডিশনের পর্বগুলোই ২৩ নভেম্বর থেকে প্রতি মঙ্গল ও বুধবার রাত আটটায় আরটিভির পর্দায় দেখা যাবে।

 

রিয়েলিটি শো ইয়াং স্টার-এর স্লোগান ‘গলা ছেড়ে গাও। বিচারকের আসনে আছেন ইবরার টিপু, প্রতীক হাসান ও পড়শী। উপস্থাপনায় ইমতু রাতিশ ও রুহানী লাবণ্য। টাইটেল সং লিখেছেন এ মিজান, সুর ও সংগীত করেছেন ইবরার টিপু। অনুষ্ঠানটি আরটিভি প্লাস ও আরটিভি রিয়েলিটি শোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলেও দেখা যাবে।

 

ইয়াং স্টার প্রসঙ্গে বিচারক ইবরার টিপু বলেন, ‘আমি খুবই উচ্ছ্বসিত এ কারণে যে, গানে আমাদের অনেক সম্ভাবনাময় ছেলেমেয়ে রয়েছে, তারা চাইলেই ভবিষ্যতে ভালো অবস্থান সৃষ্টি করে নিতে পারবে। এই প্রতিযোগিতা তাদের জন্য একটা বড় সুযোগ হতে পারে।

 

প্রতীক হাসান বলেন, ‘বিচারক হিসেবে আমার প্রথম পথচলা, আমার জন্য তাই নতুন এক দুনিয়া, নতুন অভিজ্ঞতা। যে ধরনের কণ্ঠ আমরা পাচ্ছি, তাতে আমি ভীষণ আশাবাদী। তাদের নিয়ে।