ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, জুলাই ৮, ২০২৪ |

EN

সিডনিতে মাহফুজে মুগ্ধ শাবনূর

বিনোদন ডেস্ক | আপডেট: মঙ্গলবার, আগস্ট ১৫, ২০২৩

সিডনিতে মাহফুজে মুগ্ধ শাবনূর
 ছেলে আইজানকে নিয়ে প্রায়ই সিনেমা দেখেন শাবনূর। এবার তার অভিজ্ঞতা হলো বেশ আলাদা। সিনেমাটি দেখার জন্য কয়েক দিন ধরে টিকিট পাচ্ছিলেন না। রোববার একটি টিকিট পেয়েছেন। ফলে এক চেয়ারে বসেই মা-ছেলে ছবিটি দেখেছেন। 

শাবনূর বলেন, আমি আসলে টিকিটটি মিস করতে চাইনি। কারণ টিকিট পাচ্ছিলাম না। তাই আমি আর আইজান এক চেয়ার ভাগাভাগি করে ছবিটি দেখেছি।

গত ঈদুল আজহায় মুক্তি পেয়েছে চয়নিকা চৌধুরী পরিচালিত সিনেমা ‘প্রহেলিকা’। সিনেমায় জুটি বেঁধেছেন অভিনেতা মাহফুজ আহমেদ ও চিত্রনায়িকা শবনম বুবলী। দেশের প্রেক্ষাগৃহের পাশাপাশি সিনেমাটি মুক্তি পেয়েছে অস্ট্রেলিয়ায়। 

রোববার সিডনির একটি মাল্টিপ্লেক্সে ‘প্রহেলিকা’ দেখে এমন মন্তব্য করেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর।

‘প্রহেলিকা’ দেখার অনুভূতি জানিয়ে শাবনূর বলেন, আমি ছবিটি দেখে খুব মজা পেয়েছি, ডিফারেন্ট একটা গল্প। চয়নিকা চৌধুরীর কাজ আগেও দেখেছি, সিনেমাটা দারুণ বানিয়েছেন। ছবির প্রত্যেকে সেরাটা দিয়েছেন। 

শাবনূর বলেন, আমি আজ এসে তো অবাক। কারণ এখানে (অস্ট্রেলিয়া) জন্ম নেওয়া ছেলে-মেয়েরাও দেখলাম সিনেমাটি দেখতে এসেছেন। যেটা সাধারণত দেখি না আমি। এগুলো দেখলে সত্যিই আমার ভালো লাগে।

মাহফুজ আহমেদে মুগ্ধ শাবনূর বললেন, তার গেটাপ, অভিনয় সব দারুণ। আমাদের মাহফুজ তো কামাল করে দিয়েছে।

শাবনূরে বিমুগ্ধ মাহফুজ আহমেদও বলেন, আগেও দর্শক হিসেবে পর্দার দিকে তাকিয়ে থাকতাম আর মুগ্ধ হয়ে শাবনূরকে দেখতাম। এখনো শাবনূর বলেই যাচ্ছে আর আমি মুগ্ধ হয়ে শুনছি।

ছেলে আইজানকে নিয়ে প্রায়ই সিনেমা দেখেন শাবনূর। এবার তার অভিজ্ঞতা হলো বেশ আলাদা। সিনেমাটি দেখার জন্য কয়েক দিন ধরে টিকিট পাচ্ছিলেন না। রোববার একটি টিকিট পেয়েছেন। ফলে এক চেয়ারে বসেই মা-ছেলে ছবিটি দেখেছেন।

শাবনূর বলেন, আমি আসলে টিকিটটি মিস করতে চাইনি। কারণ টিকিট পাচ্ছিলাম না। তাই আমি আর আইজান এক চেয়ার ভাগাভাগি করে ছবিটি দেখেছি।

গত ঈদুল আজহায় মুক্তি পেয়েছে চয়নিকা চৌধুরী পরিচালিত সিনেমা ‘প্রহেলিকা’। সিনেমায় জুটি বেঁধেছেন অভিনেতা মাহফুজ আহমেদ ও চিত্রনায়িকা শবনম বুবলী। দেশের প্রেক্ষাগৃহের পাশাপাশি সিনেমাটি মুক্তি পেয়েছে অস্ট্রেলিয়ায়। 

রোববার সিডনির একটি মাল্টিপ্লেক্সে ‘প্রহেলিকা’ দেখে এমন মন্তব্য করেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর।

‘প্রহেলিকা’ দেখার অনুভূতি জানিয়ে শাবনূর বলেন, আমি ছবিটি দেখে খুব মজা পেয়েছি, ডিফারেন্ট একটা গল্প। চয়নিকা চৌধুরীর কাজ আগেও দেখেছি, সিনেমাটা দারুণ বানিয়েছেন। ছবির প্রত্যেকে সেরাটা দিয়েছেন। 

শাবনূর বলেন, আমি আজ এসে তো অবাক। কারণ, এখানে (অস্ট্রেলিয়া) জন্ম নেওয়া ছেলে-মেয়েরাও দেখলাম সিনেমাটি দেখতে এসেছে। যেটা সাধারণত দেখি না আমি। এগুলো দেখলে সত্যিই আমার ভালো লাগে।

মাহফুজ আহমেদে মুগ্ধ শাবনূর বললেন, তার গেটাপ, অভিনয় সব দারুণ। আমাদের মাহফুজ তো কামাল করে দিয়েছে।

শাবনূরে বিমুগ্ধ মাহফুজ আহমেদও বলেন, আগেও দর্শক হিসেবে পর্দার দিকে তাকিয়ে থাকতাম আর মুগ্ধ হয়ে শাবনূরকে দেখতাম। এখনো শাবনূর বলেই যাচ্ছে আর আমি মুগ্ধ হয়ে শুনছি।