ফ্রিডম বাংলা নিউজ

মঙ্গলবার, জুলাই ৯, ২০২৪ |

EN

পিন নাম্বার চেয়ে মন্ত্রী মোস্তাফা জব্বারকে প্রতারকের ফোন

নিজস্ব প্রতিবেদক | আপডেট: সোমবার, আগস্ট ১৪, ২০২৩

পিন নাম্বার চেয়ে মন্ত্রী মোস্তাফা জব্বারকে প্রতারকের ফোন
সোমবার ( ১৪ আগস্ট) সকালে একটি আইপি নাম্বার থেকে কল আসে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের কাছে। ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তি নিজের ইস্টার্ন ব্যাংকের কর্মকর্তা পরিচয় দিয়ে কার্ডের পিন নাম্বার পরিবর্তন করার বিষয়ে কথা বলেন।

তিনি বলেন, আপনার কার্ডের  পিন নাম্বার চার ডিজিট থেকে পরিবর্তন করে ছয় ডিজিট করতে হবে তাই আপনার কার্ডের পিন নাম্বারটি বলুন। মন্ত্রী বলেন, প্রতারণার বিষয়টি আমি বুঝতে পেরেছি, কারন ব্যাংক থেকে পিন পরিবর্তনের জন্য এরকম ফোন আসার কথা নয়। 

মন্ত্রী বলেন, পরে খোঁজ নিয়ে জানতে পারলাম আরো অনেক ব্যাংকের নামেই এরকম ফোনকল আসছে। তাই জনসচেতনার উদ্দ্যেশে বিষয়টি আমি ফেসবুক পোস্টের মাধ্যমে শেয়ার করেছি। প্রতারককে ধরতে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান মোস্তাফা জব্বার। 

প্রতারকচক্র ব্যবহারকারীর কার্ডের নাম্বার পরিবর্তন, পিন পরিবর্তন, আপগ্রেডেশন সহ নানান অযুহাতে গ্রাহকের কাছে কল দিয়ে থাকে। তাই কোনো ভাবেই নিজের পিন, পাসওয়ার্ড অন্যের সাথে শেয়ার থেকে বিরত থাকতে হবে। সচেতনতার মাধ্যমেই এসব ফ্রডিংয়ের হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা।