ফ্রিডম বাংলা নিউজ

মঙ্গলবার, জুলাই ৯, ২০২৪ |

EN

টানা বৃষ্টিতে সুবাতাস বইছে কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্রে

চট্রগ্রাম ব্যুরো | আপডেট: রবিবার, আগস্ট ১৩, ২০২৩

টানা বৃষ্টিতে সুবাতাস বইছে কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্রে
টানা বৃষ্টির কারণে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় বিদ্যুৎ উৎপাদন বেড়েছে কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্রে। 

রবিবার (১৩ আগস্ট) সকাল ৯টা পর্যন্ত কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন হয়েছে ২০৫ মেগাওয়াট। যেখানে গত সপ্তাহে উৎপাদন ছিল ১৬৬ মেগা ওয়াট। 

বিষয়টি নিশ্চিত করেন কর্ণফুলি পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের।  

তিনি বলেন, দিনদিন কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাচ্ছে। যেটি চলতি বছরে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের সর্বাধিক বিদ্যুৎ উৎপাদন। 

এদিকে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোলরুমের দায়িত্বরত প্রকৌশলীরা জানান, বছরের এই সময় কাপ্তাই হ্রদে পানির পরিমাণ ৯৩ দশমিক ৬৫ ফুট এমএসএল থাকার কথা থাকলেও সকালে কাপ্তাই হ্রদে পানি পরিমাণ ছিলো ১০১ দশমিক ৮১ ফুট। যা গত কয়েক দিনের মধ্যে সর্বোচ্চ পানির লেভেল।