ফ্রিডম বাংলা নিউজ

মঙ্গলবার, জুলাই ৯, ২০২৪ |

EN

এ যাবত কালের সর্ববৃহৎ বিমান মহড়া ন্যাটোর

বিশ্ব বাংলা ডেস্ক | আপডেট: মঙ্গলবার, জুন ১৩, ২০২৩

এ যাবত কালের সর্ববৃহৎ বিমান মহড়া ন্যাটোর
২৫ সদস্য দেশের আড়াইশ’র বেশি এয়ারক্রাফট ও ১০ হাজারের বেশি সামরিক কর্মকর্তার উপস্থিতিতে চলছে পশ্চিমা সামরিক জোট-ন্যাটোর এ যাবত কালের সর্ববৃহৎ বিমান মহড়া। সোমবার (১২ জুন) জার্মানিতে শুরু হওয়া ‘এয়ার ডিফেন্ডার টুয়েন্টি থ্রি’ নামের মহড়া চলবে ২৩ জুন পর্যন্ত।

দুই সপ্তাহব্যাপী মহড়ায় ন্যাটোভুক্ত দেশগুলো ছাড়াও রয়েছে  সুইডেন ও জাপান। বিভিন্ন দেশের শীর্ষ সামরিক কর্মকর্তারা ছাড়াও শুক্রবার (১৬ জুন) মহাড়াস্থল পরিদর্শন করবেন জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎস। চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মাঝে ন্যাটোর শক্তি প্রদর্শনকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন নিরাপত্তা বিশ্লেষকরা। তবে কোন দেশকে উদ্দেশ করে নয়, নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা যাচাইয়েই এ মহড়া- জানান জার্মান বিমান বাহিনী-লুফথওয়াফের প্রধান ইঙ্গো গারহার্জ।

রাশিয়ার ক্রিমিয়া দখলের প্রেক্ষিতে ২০১৮ সালেই বড় মহড়ার পরিকল্পনা ছিলো বলে জানান গারহার্জ। এ অবস্থায় ন্যাটো তার সার্বভৌমত্ব লঙ্ঘনে এক চুলও ছাড় দেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মহাসচিব জেন্স স্টলেনবার্গ। সূত্র: আল জাজিরা, ব্লুমবার্গ