ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪ |

EN

এ সপ্তাহে শুরু হচ্ছে বুস্টার ডোজ: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | আপডেট: সোমবার, মে ২৯, ২০২৩

এ সপ্তাহে শুরু হচ্ছে বুস্টার ডোজ: স্বাস্থ্যমন্ত্রী
এ সপ্তাহ থেকেই নির্দিষ্ট সংখ্যক মানুষকে বুস্টার ডোজ দেয়া হবে বলে জানিয়েছেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

সোমবার (২৯ মে) দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশকে ৩০ লাখ ডোজ করোনার টিকা দিয়েছে ফাইজার। যা র্দিষ্ট সংখ্যক মানুষকে বুস্টার ডোজ হিসেবে দেয়া হবে।  

স্বাস্থ্যমন্ত্রী জানান, এসব টিকা দিয়ে ৬০ বছরের বেশি বয়সী মানুষকে চতুর্থ এবং ১৮ বছরের বেশি বয়সীদের তৃতীয় ডোজ দেয়া হবে।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ সম্প্রতি বাড়লেও ছড়িয়ে পড়ার শঙ্কা নেই বলেও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।  

এদিকে গত বছরের তুলনায় এ বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। এখন পর্যন্ত ১ হাজার ৭০৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। যা গত বছরের এই সময়ের তুলনায় পাঁচগুণ জানান তিনি।