ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, অক্টোবর ১৯, ২০২৪ |

EN

মধু পারভেজই হতে পারে জেলা ছাত্রলীগের নতুন কর্ণধর

নিজস্ব প্রতিবেদক | আপডেট: শুক্রবার, অক্টোবর ২৯, ২০২১

মধু পারভেজই হতে পারে জেলা ছাত্রলীগের নতুন কর্ণধর

জেলা ছাত্রলীগের নতুন কাউন্সিল নিয়ে জল্পনা-কল্পনা অবসান ঘটতে চলছে খুবই শীঘ্রই। সর্বশেষে ঝালকাঠি জেলা ছাত্রলীগের কাউন্সিল হয় ২০১৫ সালের ২০ জুলাই। মেয়াদ উত্তীর্ণ হওয়া ছাড়া এখন পর্যন্ত সাংগঠনিক দুর্বলতার কোন অভিযোগ নেই। সম্প্রীতি বাংলাদেশ আওয়ামী লীগ এর উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য, ১৪ দলের সমন্বয়ক মুখপাত্র আলহাজ্ব আমির হোসেন আমু (এমপি) সাথে কেন্দ্রীয় নেতাদের সাক্ষাৎ হয়েছে এমন খবরে নতুন পদ প্রত্যাশিরা অংঙ্ক কষতে শুরু করেছে। অপরদিকে কমিটি কেন্দ্রীয় ঘোষনা পাওয়ার আগেই অনেকেই নতুন কমিটিকে স্বাগত জানিয়ে গতকাল জেলা ছাত্রলীগ নেতাকর্মীদের ফেজবুক পোস্টই বর্তমানে শীর্ষ পদে থাকা নেতাদের বিদায় বার্তায় পরিস্কার পরিবর্তনের ছাপ দেখতে পারছে সচেতন মহল। তবে কে থাকছে জেলা ছাত্রলীগের শীর্ষ পদে। কে-ই বা ধরতে পারে নতুন কমিটির হাল? এ প্রশ্ন থেকেই যাচ্ছে।


এদিকে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের একটি বিশ্বস্ত সূত্র জানায়, দীর্ঘ অপেক্ষার পর এবার কমিটি পেতে চলছে ঝালকঠি জেলা ছাত্রলীগ। আমরা বিশ্বাস করি পূর্বের চেয়ে নতুন কমিটি আরো সু-সংগঠিত হবে। ঝালকাঠি তথা দক্ষিনাঞ্চলের অভিবাবক বাংলাদেশ আওয়ামী লীগ এর উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য, ১৪ দলের সমন্বয়ক মুখপাত্র আলহাজ্ব আমির হোসেন আমু (এমপি) সাথে গতকাল কোন্দ্রীয় শীর্ষ নেতারা  সাক্ষাৎ করেছে। সেখানে বেশ সময় দরে ঝালকাঠি জেলা ছাত্রলীগের কমিটি অনুমোদনের কথা আলোচনা হয়। আলচনায় বেশ কজনই রয়েছে, তবে আলচনার র্শীষে স্থান দখলকরে আছে আবদুল্লা আল মাসুদ ও মো: পারভেজ। খুব শীগ্রই কেন্দ্রীয় ছাত্রলীগের স্বাক্ষরীত বার্তা পেতে পরে বলে কেন্দ্রীয় বিস্বস্থ সুত্র নিশ্চিত করেছে।

 

ফ্রিডমবাংলানিউজ/খাইরুল