ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, অক্টোবর ১৯, ২০২৪ |

EN

র‌্যাবের জালে জিনের বাদশা

জেলা প্রতিনিধি | আপডেট: সোমবার, অক্টোবর ২৫, ২০২১

র‌্যাবের জালে জিনের বাদশা
বাগেরহাটের রামপাল থেকে কথিত জিনের বাদশা প্রতারক চক্রের এক সদস্যকে আটক করেছে র‌্যাব-৬। শনিবার রাত সাড়ে ৮টার দিকে র‌্যাবের একটি দল উপজেলার ফয়লাহাট থেকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তির নাম হানিফ ঢালী (৩৫)। তিনি উপজেলার চাঁদপুর গ্রামের মৃত সোবাহান ঢালীর পুত্র। তার বিরুদ্ধে জিনের বাদশা ও পীর দরবেশ সেজে বিভিন্ন মানুষের সঙ্গে প্রতারণা করে বিকাশের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ ছিল। 

র‌্যাব জানায়, একটি চক্র জিনের বাদশা ও পির-দরবেশ সেজে বিভিন্ন মানুষের সঙ্গে প্রতারণা করে বিকাশের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে- এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ৮টার দিকে র‌্যাবের একটি দল উপজেলার ফয়লাহাটে অভিযান চালায়।

এ সময় প্রতারণার বিভিন্ন উপকরণসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ১০টি সিমকার্ডসহ ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার হানিফ ঢালী তথাকথিত জিনের বাদশা ও পির-দরবেশ সেজে প্রতারণা করে বিভিন্ন মানুষকে সর্বশান্ত করার বিষয়টি স্বীকার করেছে বলে র‌্যাব জানায়।

প্রতারক চক্রের সদস্যদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রেখেছে র‌্যাব। আটক আসামিকে রামপাল থানায় হস্তান্তর করা হয়েছে।