ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪ |

EN

রাজধানীতে মাদক বিরোধী অভিযানে আটক ৬৭

রাজধানী ডেস্ক | আপডেট: শনিবার, ফেব্রুয়ারী ২৫, ২০২৩

রাজধানীতে মাদক বিরোধী অভিযানে আটক ৬৭

প্রতীকী ছবি

রাজধানীতে মাদক বিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৬৭ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।  

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ছয়টা থেকে শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো.ফারুক হোসেন জানান, আসামিদের কাছ থেকে তিন হাজার ১৭৯ পিস ইয়াবা, ৪০ বোতল ফেনসিডিল, ১০ গ্রাম ৮০ পুরিয়া হেরোইন ও ৮০ কেজি ৯৬০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

আটক আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৭টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।