ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, অক্টোবর ১৯, ২০২৪ |

EN

পদ্মায় অভিযান ১১৬ জেলে আটক

নিজস্ব প্রতিবেদক | আপডেট: বৃহস্পতিবার, অক্টোবর ২১, ২০২১

পদ্মায় অভিযান ১১৬ জেলে আটক

নিষেধাজ্ঞা অমান্য করে শরীয়তপুরে মা ইলিশ শিকারের দায়ে পদ্মা নদীতে অভিযান চালিয়ে ১১৬ জেলেকে আটক করেছে পুলিশ। তথ্য নিশ্চিত করেছেন জেলা মৎস্য কর্মকর্তা প্রণব কুমার কর্মকার।

 

বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকালে জেলা মৎস্য কর্মকর্তা প্রণব কুমার কর্মকার জানান, কঠোর নজরদারি খাদ্য সহায়তা সত্বেও জেলেরা গোপনে নদীতে জাল ফেলছে। গত ২৪ ঘণ্টায় মা ইলিশ শিকারের অপরাধে মা ইলিশ রক্ষা অভিযানের ১৬তম দিনে শরীয়তপুরের পদ্মা মেঘনা বেষ্টিত ইলিশের প্রজনন এলাকার জাজিরা, নড়িয়া, ভেদরগঞ্জ গোসাইরহাট উপজেলায় ১৩টি অভিযানে ৮টি ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।

 

তিনি আরও জানান, মা ইলিশ শিকারের সময় লাখ ৩০০ মিটার কারেন্ট জাল ২১৯ কেজি মা ইলিশসহ ১১৬ জেলেকে আটক করেছে মৎস্য অধিদপ্তর পুলিশ প্রশাসন। সময় ৪৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ৭০ জনকে লাখ ৫৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস এবং জব্দকৃত মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।