ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, জুলাই ৬, ২০২৪ |

EN

স্মৃতিসৌধের লেকে ডুবে ছিন্নমূল শিশুর মৃত্যু, আটক ১

রেদোয়ান হাসান, সাভার প্রতিনিধি | আপডেট: রবিবার, জানুয়ারী ১৫, ২০২৩

স্মৃতিসৌধের লেকে ডুবে ছিন্নমূল শিশুর মৃত্যু, আটক ১
ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধের লেকে গোসল করতে নেমে এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ছিন্নমূল শিশুটির নাম প্রাথমিক ভাবে নীরব বলে জানা গেলেও তার বিস্তারিত পরিচয় মেলেনি বলে পুলিশ জানিয়েছে।

শনিবার বিকেলে ৫টার দিকে স্মৃতিসৌধ এলাকা থেকে মরদেহ উদ্ধার করে স্মৃতিসৌধ ফাঁড়ি পুলিশ। 

জাতীয় স্মৃতিসৌধের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান  বলেন, বিকাল ৫টার দিকে লেকের পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর সংবাদ পাই। পরে শিশুটিকে গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

তিনি আরও জানান, নিহত শিশুটির সাথে গোসল করতে নামা আসাদুল নামে এক কিশোরের বক্তব্য রহস্যজনক হওয়ায় তাকে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছিলো। আসাদুল প্রথমে নিহত শিশুটিকে তার ছোট ভাই পরিচয় দিয়েছে। তার মা-বাবা কেউ নেই, থাকার জায়গা নাই এসব বিভ্রান্তিকর এলোমেলো দিয়েছে। পরে তার বাবা আসলে আমরা সত্যটা জানতে পারি। 

আসাদুলের বাবা আব্দুল আজিজ বলেন, আমার তিন সন্তানের মধ্যে আসাদুল ছোট। সে মাদ্রাসায় পড়ে। তবে সে মানসিক ভাবে অসুস্থ। বিভিন্ন সময় এলাকায় সে মারধর করতো। 

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত রায় বলেন, স্মৃতিসৌধ থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে গোসল করতে নেমে লেকের পানিতে ডুবেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে নিহতের সাথে থাকা আরেক কিশোরেরে দেয়া তথ্য সন্দেহজনক হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাকে মানসিক ভারসাম্যহীন বলেই মনে হয়েছে। কারণ আসাদুল দুইদিন আগে বাসা থেকে বেরিয়ে আর ফেরেনি। স্মৃতিসৌধ এলাকায় এসেই নিহত শিশুটির সাথে পরিচয় হয়েছিলো তার। তাই নিহতের সঠিক পরিচয় এখনও নিশ্চিত না।

তিনি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ওই কিশোর আমাদের হেফাজতেই রয়েছে। এঘটনায় তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।