ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, অক্টোবর ১৯, ২০২৪ |

EN

ঝালকাঠিতে ১৬ হাজার মিটার জাল ও ইলিশ জব্দ

জেলা প্রতিনিধি | আপডেট: বুধবার, অক্টোবর ১৩, ২০২১

ঝালকাঠিতে ১৬ হাজার মিটার জাল ও ইলিশ জব্দ

নিষেধাজ্ঞার মধ্যেও ইলিশ ধরার সময় ঝালকাঠির সুগন্ধা বিষখালী নদীতে অভিযান চালিয়ে ১৬ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসন, জেলা উপজেলা মৎস্য বিভাগ অভিযান পরিচালনা করে।

 

জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ জানান, নিষেধাজ্ঞা অমান্য করে সুগন্ধা বিষখালী নদীতে জেলেরা মা ইলিশ ধরছিল। অভিযানের টের পেয়ে নদীতে জাল ফেলে পালিয়ে যায় জেলেরা।

 

সময় ১৬ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল কেজি ইলিশ জব্দ করা হয়। জব্দ করা জাল ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে নদীর তীরে পুড়িয়ে ফেলা হয়। ইলিশ মাছ স্থানীয় এতিম খানায় বিতরণ করা হয়।