ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪ |

EN

ধর্মপাশায় শিক্ষা বিষয়ক মতবিনিময় সভা

ধর্মপাশা প্রতিনিধি | আপডেট: রবিবার, অক্টোবর ১০, ২০২১

ধর্মপাশায় শিক্ষা বিষয়ক মতবিনিময় সভা
সুনামগঞ্জের ধর্মপাশায় শিক্ষার্থীদের সাথে শিক্ষা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার সকাল ১১টায় ইন্টারন্যাশনাল এডুকেশন এন্ড রিসোর্স নেটওয়ার্ক বাংলাদেশের উদ্যোগে জনতা মডেল উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। 

আইইএআরবিডি সমন্বয়কারী আল ফারুক রাতুলসহ তাদের সদস্যবৃন্দ বাংলাদেশের শিক্ষা সংস্কৃতি ও আমেরিকার শিক্ষা সংস্কৃতির তুলনামূলক পার্থক্য এবং বিভিন্ন সুযোগ সুবিধার বিষয়ে আলোচনা করেন। 

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মো. রেদুয়ানুল হালিম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ধর্মপাশা বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শামীম আহমেদ বিলকিস, জনতা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক খান, ধর্মপাশা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ্র সরকার, সংগঠনের স্থানীয় সমন্বয়কারী হুমায়রা আন্নান পায়েল প্রমুখ।

জনতা মডেল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. ফখরুল ইসলাম চৌধুরী সভাপতিত্বে এসভা অনুষ্ঠিত হয়।