ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, অক্টোবর ১৯, ২০২৪ |

EN

দুমকিতে পিবিআই পরিচয় তুলে নেওয়ার ১৪ ঘন্টা পর উদ্ধার

জেলা প্রতিনিধি | আপডেট: রবিবার, অক্টোবর ১০, ২০২১

দুমকিতে পিবিআই পরিচয় তুলে নেওয়ার ১৪ ঘন্টা পর  উদ্ধার

পটুয়াখালী জেলার দুমকি উপজেলার শাখার সেচ্ছাসেবক লীগের সহ- সভাপতি মোঃ মিলন মোল্লাকে গত বৃহস্পতিবার  দিবাগত  মধ্যরাতে লেবুখালি ফেরিঘাটে তার নিজ গ্রামের বাড়ি থেকে পিবিএন এর ভুয়া পরিচয় দিয়ে  পিকআপে করে নিয়ে যায়।

 

শুক্রবার সকালে মিলন গাজীর বাবা আঃ কাদের গাজী দুমকি থানায় সাধারণ ডায়েরি করেন। ডায়েরিতে মিলন গাজীকে পেশায় ড্রাইভার উল্লেখ করা হয়।

 

ঐ দিন রাত আনুমানিক দেড়টায় তার বাসার সামনে ৮-০১০ জন পিবিআই পরিচয় দিয়ে ডাকাডাকি করে। দরজা খুললে তাকে পিকআপে তুলে লেবুখালি ফেরিঘাটে স্পেশাল ফেরিতে পার হয়ে বরিশালের দিকে নিয়ে যায়।

শুক্রবার  বিকেলে অনেক খোঁজাখুজির পর তাকে বরিশাল শেরে বাংলা  মেডিকেলে সন্ধান পান স্বজনরা।

 

জ্ঞান ফিরে পেলে মিলন গাজী জানায়, গাড়ীতে বসে তাকে বেদম মারধর করলে একপর্যায় অজ্ঞান হয়ে যান।দুমকি থানার ওসি মোঃ আব্দুস সালাম জানান, এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি হয়েছে।