ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪ |

EN

বিএনপির প্রতিবাদ সমাবেশ শুরু, সর্তক ‍পুলিশ

রাজধানী ডেস্ক | আপডেট: মঙ্গলবার, ডিসেম্বর ১৩, ২০২২

বিএনপির প্রতিবাদ সমাবেশ শুরু, সর্তক ‍পুলিশ
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে দলটির সমাবেশ শুরুর হয়েছে। 

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বেলা ২টায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সামনের দলটি শুরু হওয়ার কথা থাকলেও এর আগেই সমাবেশ শুরু হয়। 

সমাবেশের শুরু আগে বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা পার্টি অফিসের সামনে জড়ো হতে থাকে। তারা বিভিন্ন স্লোগান দিয়ে যাচ্ছেন। বেগম খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল সহ সকল গ্রেফতার হওয়া নেতাকর্মীদের মুক্তির দাবিতে স্লোগান দিয়ে যাচ্ছেন। 

প্রতিবাদ সমাবেশকে ঘিরে কার্যালয়ের সামনের রাস্তা নাইটিংগেল - ফকিরাপুলের মোড় বন্ধ রয়েছে। অপ্রীতিকর ঘটনা এটাতে কঠোর অবস্থান রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। 

এর আগে, ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় বিএনপির গণসমাবেশে ১৩ ডিসেম্বর ঢাকাসহ বিভাগীয় ও মহানগরে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডঃ খন্দকার মোশাররফ হোসেন। এছাড়া স্থায়ী কমিটির সদস্যবৃন্দ বক্তব্য রাখবেন।

সমাবেশের সভাপতিত্ব করবেন ঢাকা উত্তর বিএনপির আহবায়ক আমান উল্লাহ আমান। 

এছাড়া সঞ্চালনায় রয়েছেন ঢাকা উত্তর বিএনপি'র সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণ বিএনপি'র সদস্য সচিব রফিকুল আলম মজনু।