ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, অক্টোবর ১৯, ২০২৪ |

EN

পটুয়াখালীতে মার্কেটে আগুন, ৭০ দোকান পুড়ে ছাই

জেলা প্রতিনিধি | আপডেট: বৃহস্পতিবার, অক্টোবর ৭, ২০২১

পটুয়াখালীতে মার্কেটে আগুন, ৭০ দোকান পুড়ে ছাই

পটুয়াখালী শহরের নিউ মার্কেট এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে অন্তত ৭০টি দোকান পুড়ে গেছে।

 

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার ভোরে অগ্নিকাণ্ড ঘটে। তবে আগুনের সূত্রপাতের সঠিক কারণ এখনো জানা যায়নি। এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার কাজ করছে বিদ্যুৎ বিভাগ।

 

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, মুদি-মনোহরি, কসমেটিকস, কৃষি পণ্যের দোকান, মাছ মাংসের আড়তসহ প্রায় ৭০টি দোকানের ক্ষতি হয়েছে।

 

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. কামাল হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ এবং অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান।

 

পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এখনো কিছু কিছু জায়গায় ধোঁয়া উঠছে। আগুন লাগার প্রকৃত কারণ ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না।

 

বরিশাল বিভাগের ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মন্তাজ উদ্দিন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে সঙ্গে সঙ্গে পটুয়াখালী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এবং আমতলি বাকেরগঞ্জের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। দুই ঘণ্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের কারণ উদঘাটনে কাজ চলছে।