ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪ |

EN

বিরক্তিকর মেইল আসা বন্ধ করবেন যেভাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক | আপডেট: রবিবার, নভেম্বর ২৭, ২০২২

বিরক্তিকর মেইল আসা বন্ধ করবেন যেভাবে
সোশ্যাল মিডিয়া তো বটেই মেইলেও অচেনা মানুষের হাত থেকে রেহাই নেই। বার বার বলা সত্ত্বেও অনেকেই মেসেজ পাঠাতেই থাকেন। অপর পাশের মানুষ বিরক্ত হচ্ছে এটা বোঝার পরও তাকে সকাল সন্ধ্যা গুড মর্নিং, গুড নাইট। এসব মানুষের থেকে জি-মেইলে খুব সহজেই রক্ষা পেতে পারেন।

জি-মেইলে আছে জাঙ্ক মেইল থেকে মুক্তির উপায়। এজন্য জি-মেইলে আছে যে কোনো ইমেল অ্যাড্রেস ব্লক করার অপশন। একটি নির্দিষ্ট ইমেল অ্যাড্রেস ব্লক করলে পরবর্তীতে আপনার ইনবক্সে সেই নির্দিষ্ট ই-মেইল ঠিকানা থেকে আর মেইল পাবেন না। যদি কোনো একটি সেন্সরকে ব্লক করেন, তখন সে যে সমস্ত ভবিষ্যৎ মেইল পাঠাবে সেগুলো প্রেরককে সচেতন না করেই আপনার স্প্যাম ফোল্ডারে চলে যাবে।

জেনে নিন কীভাবে এই ধরনের বিরক্তিকর মেল অ্যাড্রেসগুলো ব্লক করা যায় খুব সহজে-

> ডেক্সটপ বা স্মার্টফোনে আপনার জি-মেইল অ্যাকাউন্ট খুলুন।
> যে ই-মেইল অ্যাড্রেসটি ব্লক করতে চান, যেটি ওপেন করুন।
> থ্রি ডট মেনু অপশনে ক্লিক করুন।
> এবার ড্রপ-ডাউন মেন্যু ব্লক ইউজার অপশনটিতে ক্লিক করুন।

সূত্র: অ্যান্ড্রয়েড পুলিশ