ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, অক্টোবর ১৯, ২০২৪ |

EN

গৌরনদীতে বাড়ীতে হামলা চালিয়ে স্কুলছাত্রীকে অপহরন, ৬ যুবক কারাগারে

আল মামুন, বরিশাল প্রতিনিধি | আপডেট: বৃহস্পতিবার, অক্টোবর ৭, ২০২১

গৌরনদীতে বাড়ীতে হামলা চালিয়ে স্কুলছাত্রীকে অপহরন, ৬ যুবক কারাগারে

বরিশালের গৌরনদীতে বাড়িতে হামলা চালিয়ে দশম শ্রেনীতে পড়ুয়া স্কুলছাত্রীকে (১৭) অপহরনের ঘটনায় ৬ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

 

মঙ্গলবার রাতে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ইছাকুড়ি গ্রামে এই হামলা ও অপহরণের ঘটনা ঘটে। 

 

বুধবার সকালে মামলা দায়ের ও অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। গৌরনদী থানার ওসি মো. আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, উপজেলার খাঞ্জাপুর বাকাই নিরাঞ্জন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রীকে দীর্ঘদিন থেকে যৌণ হয়রানী করে আসছিলো পাশ্ববর্তী আগৈলঝাড়া উপজেলার কোদালধোয়া গ্রামের বাবুল মিত্রের পুত্র বিষ্ণু মিত্র (১৯)।

 

সম্প্রতি স্কুলছাত্রী বিষয়টি তার পরিবারের সদস্যদের জানানোর পর বিষ্ণু মিত্রের পরিবারের কাছে জানানো হয়। এতে ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে বিষ্ণু মিত্র তার ৮/১০ জন সহযোগি নিয়ে স্কুলছাত্রীর বাড়িতে হামলা চালিয়ে তাকে (স্কুলছাত্রী) অপহরন করে নিয়ে যায়।

 

গৌরনদী থানার ওসি জানান, এই ঘটনায় স্কুলছাত্রীর মা বাদী হয়ে বুধবার সকালে থানায় মামলা দায়ের করেন।

 

পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে এজাহারভূক্ত আসামি বিষ্ণু মিত্র, অমিত বাড়ৈ, অলক বাড়ৈ, সৈকত বাড়ৈ, সাব্বির বেপারী ও জিহাদ মোল্লাকে গ্রেপ্তার করে দুপুরে আদালতে প্রেরণ করা হলে বিচারক তাদেরকে কারাগারে প্রেরণ করেন বলে জানান ওসি।