ফ্রিডম বাংলা নিউজ

মঙ্গলবার, জুলাই ৯, ২০২৪ |

EN

বিপিসিতে ৪৭২ কোটি অনিয়ম: ব্যাখ্যা চাইলেন হাইকোর্ট

আদালত প্রতিবেদক | আপডেট: রবিবার, নভেম্বর ৬, ২০২২

বিপিসিতে ৪৭২ কোটি অনিয়ম: ব্যাখ্যা চাইলেন হাইকোর্ট

ফাইল ছবি

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) ৪৭২ কোটি টাকা আত্মসাৎ ও অনিয়মের ব্যাখ্যা জানতে চেয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এ বিষয়ে কেন ব্যবস্থা নেওয়া হয়নি তা জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত।

আগামী ২০ নভেম্বর এ বিষয়ে পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। এ সময়ের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

রোববার (৬ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চ বিপিসি ও অডিটর জেনারেলকে এ বিষয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

সম্প্রতি গণমাধ্যমে বিপিসির ৪৭২ কোটি টাকার অনিয়মের খবর প্রকাশিত হয়। তা হাইকোর্টের নজরে আনেন দুদকের সিনিয়র আইনজীবী মো. খুরশীদ আলম খান।