ফ্রিডম বাংলা নিউজ

মঙ্গলবার, জুলাই ৯, ২০২৪ |

EN

বহুপাক্ষিক ফোরামে ঢাকাকে পাশে চায় বেইজিং

নিজস্ব প্রতিবেদক | আপডেট: বৃহস্পতিবার, আগস্ট ১৮, ২০২২

বহুপাক্ষিক ফোরামে ঢাকাকে পাশে চায় বেইজিং

ছবি: সংগৃহীত

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং। বৈঠকে তারা ঢাকা ও বেইজিংয়ের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ছাড়াও বহুপাক্ষিক ফোরামে একে অপরকে সমর্থনের বিষয়ে আলোচনা করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে যায়, বুধবার প্রতিমন্ত্রী শাহরিয়ারের দপ্তরে সাক্ষাতে আসেন চীনা রাষ্ট্রদূত। এ সময় তারা স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, বিশেষ করে চীনা এফডিআই দ্বিপাক্ষিক বাণিজ্য পরিমাণ বাড়ানো নিয়ে দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) শেষ করার বিষয়ে দ্রুত সমীক্ষা শেষ করার ওপর জোর দেন।

প্রতিমন্ত্রী দুর্যোগ প্রতিরোধ ও হ্রাসে চীনের সহযোগিতা, চীনা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থী এবং গবেষকদের দ্রুত প্রত্যাবর্তনসহ রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুতে দেশটিকে পাশে চান। এছাড়া তারা বিভিন্ন বহুপাক্ষিক ফোরামে সহযোগিতার পাশাপাপশি বহুপাক্ষিক সংস্থায় একে অপরের প্রার্থিতাকে সমর্থন করার বিষয়ে আলোচনা করেন।