ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪ |

EN

এমপির সাথে অসৌজন্য মূলক আচরন ও অতিরিক্ত পুলিশ সুপারের বিচার চেয়ে বিক্ষোভ

বরগুনা প্রতিনিধি | আপডেট: বুধবার, আগস্ট ১৭, ২০২২

এমপির সাথে অসৌজন্য মূলক আচরন ও অতিরিক্ত পুলিশ সুপারের বিচার চেয়ে বিক্ষোভ
বরগুনা জেলা ছাত্রলীগের বিবাদমান দু'গ্রুপের দ্বন্দ্বে ছাত্রলীগের নেতা-কর্মীদের উপর পুলিশের অতর্কিত হামলা ও মারধরের  প্রতিবাদে, জেলা আওয়ামী লীগ সভাপতি জাতীয় সংসদ সদস্য অ্যাডঃ ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সাথে অসৌজন্য মূলক আচরন করার জন্য অতিরিক্ত পুলিশ সুপার মহরম এর শাস্তির দাবীতে আমতলী উপজেলা ছাত্রলীগ বিক্ষোভ সমাবেশ করেছে।  

আজ (মঙ্গলবার) বিকাল ৫ টায় বিক্ষোভ মিছিলটি আমতলী পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিন করে নতুন বাজার চৌরাস্তায়  এসে প্রতিবাদ সভার মাধ্যমে শেষ হয়। 

বরগুনার আমতলী উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহবুবুল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন আমতলী উপজেলা আ'লীগের সভাপতি অ্যাডঃ এমএ কাদের মিয়া, পৌর আ'লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান, উপজেলা আ'লীগের সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আখতারুজ্জামান বাদল খান, সহ-সভাপতি আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম মৃধা, প্যানেল মেয়র হাবিব মীর, কাউন্সিলর জাহিদুল ইসলাম জুয়েল, আ'লীগ নেতা তারিকুল ইসলাম জুয়েল, যুবলীগ নেতা সাইফুল ইসলাম বাদল প্যাদা, ছাত্রলীগ সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামিন সবুজ প্রমুখ। 

বক্তারা পুলিশ কর্তৃক ছাত্রলীগের নেতা-কর্মীদের উপড় হামলা ও  জাতীয় সংসদ সদস্যের সাথে অসৌজন্য মূলক আচরন করার জন্য অতিরিক্ত পুলিশ সুপার মহরম এর  বিচারের দাবী করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।