ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪ |

EN

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে রুশ নাগরিকের লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি | আপডেট: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৬, ২০২১

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে রুশ নাগরিকের লাশ উদ্ধার
নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত এক রুশ নাগরিকের মৃত্যু হয়েছে। তার নাম সারভেয়ার এলেক্স (৪২)। পুলিশ ওই নাগরিকের লাশ উদ্ধার করেছে। বুধবার দুপুরে তার লাশ উদ্ধার করা হয়।

ঈশ্বরদী উপজেলার সাহাপুর নতুনহাট মোড়ে বিদেশিদের জন্য নির্মিত গ্রিন সিটি আবাসিকের ৬ নম্বর বিল্ডিংয়ের ১৭৪ নম্বর কক্ষ থেকে পুলিশ তার লাশ উদ্ধার করেছে। রুশ নাগরিক এলেক্স রূপপুর প্রকল্পে ‘রোসেম’ নামে একটি বিদেশি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

এ ব্যাপারে পুলিশ জানায়, মঙ্গলবার রাতে কাজ শেষে এলেক্স তার নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন। বুধবার সকাল ১০টার দিকে ডাকাডাকি করেও তার কোনো সাড়াশব্দ না পেয়ে পুলিশে খবর দেয়া হয়। পরে পুলিশ দুপুর ১টার দিকে ওই কক্ষ থেকে এলেক্সের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা হাসপাতালে পাঠিয়েছে।

ঈশ্বরদী থানার ওসি আসাদুজ্জামান বলেন, লাশের সুরতহাল দেখে মনে হয়েছে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট পেলে নিশ্চিত বলা যাবে।