ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪ |

EN

মাদারীপুরে চেয়ারম্যানের নেতৃত্বে যুবককে মন্দির ঘরে আটকে রেখে নির্যাতনের অভিযোগ

শিবচর উপজেলা প্রতিনিধি | আপডেট: সোমবার, জুলাই ১৮, ২০২২

মাদারীপুরে চেয়ারম্যানের নেতৃত্বে যুবককে মন্দির ঘরে আটকে রেখে নির্যাতনের অভিযোগ
মাদারীপুরের ডাসারে সাবেক স্ত্রীর সঙ্গে সম্পর্ক রেখেছে সন্দেহে চেয়ারম্যানের নেতৃত্বে জয় সরকার নামের এক যুবককে মন্দির ঘরে আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে। রবিবার (১৭ জুলাই) বিকালে উপজেলার শশিকর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার শশিকর গ্রামের দিবু সরকারের ছেলে জয় সরকারের সঙ্গে তিন মাস আগে নেত্রকোনার এক মুসলিম পরিবারের মেয়ের সঙ্গে বিয়েও হয়, কিন্তু ছেলের পরিবার এ বিয়ে মেনে নেয়নি। পরে নবগ্রাম ইউপি চেয়ারম্যান দুলাল তালুকদার, অর্গ সরকারসহ স্থানীয় মাতুব্বররা ছেলেকে দিয়ে স্ত্রী পায়েলকে ৫০,০০০ টাকার বিনিময় তাদের সম্পর্কের ইতি টানে। এক পর্যায় ছেলের পরিবার মনে করে, সাবেক স্ত্রীর সঙ্গে তার সম্পর্ক আছে এবং চেয়ারম্যান ও স্থানীয় মাতুব্বরদের এসব জানায়। শশিকর বাজারে ওই চেয়ারম্যান ও বাজারের সাধারণ সম্পাদক অর্গ সরকারসহ কয়েকজন লাঠি দিয়ে পিটিয়ে নির্যাতন করে জয়কে। পরে বাজারের মন্দিরে তালা দিয়ে আটকে রাখে তাকে।

ভুক্তভোগী জয় সরকার বলেন, আমার সাবেক স্ত্রীর সঙ্গে সম্পর্ক আছে সন্দেহে চেয়ারম্যান, অর্গ সরকারসহ কয়েকজন মিলে পিটিয়ে মন্দির ঘরে তালা দিয়ে আটকে রাখে।

এ ব্যাপারে অর্গ সরকার বলেন, হ্যাঁ, আমি ওরে মারছি ও গাঁজা খায় তাই। ওর মা আমাদের কাছে বলছে, এ জন্য ওর বিচার করছি। নবগ্রামের চেয়ারম্যান দুলাল তালুকদার বলেন, আমি ওকে থাপুর মারিনি, তবে একটি দাবরি দিয়েছি।

ডাসার থানার ওসি মো. হাসানুজ্জামান বলেন, এ বিষয়টি জানি না। আমরা খোঁজ নিয়ে দেখছি।