ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪ |

EN

কীর্তনখোলা নদীতে নিখোঁজের ১৩ দিন পর এসএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার

আল মামুন, বরিশাল প্রতিনিধি | আপডেট: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৯, ২০২১

কীর্তনখোলা নদীতে নিখোঁজের ১৩ দিন পর এসএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার

কীর্তনখোলা নদীতে বন্ধুদের সঙ্গে ভ্রমণে গিয়ে ইঞ্জিনচালিত নৌকা (ট্রলার) থেকে পড়ে নিখোঁজ হওয়া এসএসসি পরীক্ষার্থী ফাহাদ হাসান (১৭) এর লাশ উদ্ধার করেছে বরিশাল কোস্টগার্ড কন্টিজেন।

বুধবার সকাল ১১টায় কীর্তনখোলা নদীর দপদপিয়া এলাকার এ্যাংকর সিমেন্টের জেডির কচুরিপানার ভেতর থেকে লাশটা উদ্ধার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করে বরিশাল কোস্টগার্ডের কন্টিজেন কমান্ডার মো. মাসুদ পারভেজ।

তিনি জানান, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে আমরা দ্রæ দপদপিয়া গিয়ে লাশটি উদ্ধার করি।

এছাড়া গত ২৭ আগস্ট বিকেল থেকে নিখোঁজ হওয়ার পর লাশটি উদ্ধারে আমরা বিভিন্ন সময় অভিযান চালাই। ১৩ দিন পর আমরা লাশের সন্ধান পাই।

তিনি আরও জানান, লাশটি উদ্ধারের সময় তার গায়ে চেক রংয়ের শার্ট, কালো রংয়ের জিন্সের প্যান্ট হাতে কালো রংয়ের একটি ঘড়ি ছিল।

নিহত ফাহাদের মামা সাইফুল ইসলাম জানান, উদ্ধার হওয়া লাশটি আমার ভাগ্নে ফাহাদের।   

বরিশাল সদর নৌ থানা পুলিশের এসআই মামুন জানান, লাশটা আমরা ময়না তদন্তের জন্য শের- বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে পাঠাতে চাইলে নিহতের স্বজনরা লাশের ময়না তদন্ত চায় না।

উল্লেখ্য, নিখোজ ফাহাদ বরিশাল শহরের ব্রাউন কম্পাউন্ড এলাকার মাহাবুব হাসানের ছেলে বরিশাল জিলা স্কুলের শিক্ষার্থী। গত ২৭ আগস্ট বিকেলে ১০-১২ জন এসএসসি পরীক্ষার্থী ট্রলার নিয়ে নদীতে ঘুরতে বের হয়। কিছু সময় পরে ফাহাদ হাসান নদীতে পরে নিখোঁজ হয়। সঙ্গে সঙ্গে ৯৯৯- ফোন দেওয়া হয়। এরপর পুলিশ এসে নদীতে তল্লাশি চালায়।