ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪ |

EN

নাটোরের লালপুরে সুগার মিল শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ

জেলা প্রতিনিধি | আপডেট: মঙ্গলবার, সেপ্টেম্বর ৭, ২০২১

নাটোরের লালপুরে সুগার মিল শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ

বন্ধ মিলের শ্রমিক কর্মচারীদের সমন্বয়ের নামে নাটোরের লালপুরের নর্থ বেঙ্গল সুগার মিলে নতুন করে অঙ্গীভুক্ত করার আদেশের প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছেন শ্রমিক-কর্মচারীরা সোমবার সকালে নর্থ বেঙ্গল সুগার মিলের কারখানার সামনে বিক্ষোভ মিছিল বের করেন তারা

পরে বেলা ১১টার দিকে মিলের কেনক্যারিয়ার স্থলে সমাবেত হয়ে সমাবেশ করেন তারা  

সময় সেখানে বক্তব্য রাখেন লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী, উত্তরবঙ্গ আখচাষি সমিতির সভাপতি অধ্যক্ষ ইব্রাহিম খলিল, মিলের শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি খন্দকার শহিদুল ইসলাম, আব্দুর রউফ সরকার প্রমুখ

সেখানে তারা দাবি করে বলেন, বন্ধ মিলের শ্রমিক কর্মচারীদের নর্থ বেঙ্গল সুগার মিলে নতুন করে অঙ্গীভুক্ত করা যাবে না।  সমন্বয়ের নামে মিলের শ্রমিক কর্মচারীদের ছাটাই করা বন্ধ রাখতে হবে।  মিলের কোনো শ্রমিক কর্মচারীদের যেন বাদ না দেওয়া হয় এই দাবি জানান বক্তারা

সমাবেশ থেকে সেপ্টেম্বর বিকাল ৪টায় মিল হাইস্কুলের শহীদ মিনার চত্বরে কর্মসূচি যোষণা করেন তারা। এদিকে মিলের নিরাপত্তার জন্য মিল এলাকায় আনসারের পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়