ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪ |

EN

ঝুমন দাসের মুক্তির দাবিতে মানববন্ধন

জেলা প্রতিনিধি | আপডেট: শনিবার, সেপ্টেম্বর ৪, ২০২১

ঝুমন দাসের মুক্তির দাবিতে মানববন্ধন

নেত্রকোনার মদনে সুনামগঞ্জের শাল্লায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে হামলার ঘটনায় পোষ্টদাতা সেই ঝুমন দাসের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে মদন সচেতন নাগরিক সমাজ।

 

শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে মদন প্রেসক্লাবের সামনে সচেতন নাগরিক সমাজের ব্যানারে এই মানববন্ধন অনুষ্টিত হয়েছে।

 

এসময় টিপু ইসলাম সোহাগের নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মিল্টন সরকার, ইমরান শেখ, রাজিব সরকার, এস এম আকরাম হাসান, নিলয়, জয়, জোবায়ের প্রমুখ।

 

এসময় মানববন্ধনে বক্তারা বলেন, "যে মানুষকে ভালবাসে, সে কখনও সাম্প্রদায়িক হতে পারে না"। বঙ্গবন্ধুর বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টান আমরা ভাই ভাই। তাই আমরা ঝুমন দাসের ভাই। ভাইয়ের মুক্তির দাবিতে আমরা এ মানববন্ধনে অংশ নিয়েছি।

 

এছাড়াও বক্তারা অভিযোগ করে বলেন, এ ঘটনায় জড়িত অন্যরা মুক্তি পেলেও ঝুমন দাস এখনো কারাগারে। তাই আমরা অবিলম্বে তার মুক্তির দাবি জানাচ্ছি।

 

উল্লেখ্য, হেফাজতে ইসলামের নেতা মাওলানা মামুনুল হককে নিয়ে সুনামগঞ্জের শাল্লার যুবক ঝুমন দাশের এক ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করেই গত ১৭ মার্চ শাল্লার নোয়াগাঁওয়ে হিন্দুধর্মাবলম্বীদের বাড়িতে হামলা চালায় হেফাজতে ইসলামের অনুসারীরা। এরই প্রেক্ষিতে ঝুমন দাশকে পুলিশ গ্রেপ্তার করে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দেয়। সেই মামলায় ঝুমন দাস এখন পর্যন্ত কারাগারে রয়েছেন।