ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, অক্টোবর ৬, ২০২৪ |

EN

রায়পুরে যাত্রী হয়রানি ভাড়া দ্বিগুণ এর বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা

লক্ষ্মীপুর প্রতিনিধি | আপডেট: সোমবার, মে ৯, ২০২২

রায়পুরে যাত্রী হয়রানি ভাড়া দ্বিগুণ এর বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা
লক্ষ্মীপুরের রায়পুরে  জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, লক্ষ্মীপুর মোঃ আনোয়ার হোছাইন আকন্দ এর নির্দেশনায় আজ ০৮ মে রবিবার যাত্রী হয়রানি ও ভাড়া দ্বিগুণ নেয়ায় সিএনজি সহ অন্যান্য যানবাহনে অধিক ভাড়া আদায়ের প্রাপ্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে  রায়পুর উপজেলায় জনাব রাসেল ইকবাল, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, রায়পুর কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। 

এ সময় তিনি সড়ক পরিবহন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ০৮ জনকে ৫,০০০ টাকা জরিমানা আরোপ পূর্বক আদায় করা হয়।  মোবাইল কোর্ট  পরিচালনাকালে অতিরিক্ত ভাড়ার বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা হয়, এবং যাত্রীদের কাছ থেকে আদায়কৃত অধিক ভাড়া ফেরত দেয়ার নির্দেশনা প্রদান করা হয়। উক্ত কার্যক্রমে রায়পুর থানা পুলিশ আইনানুগ সহযোগিতা প্রদান করেন।

জনস্বার্থে সিএনজিসহ বিভিন্ন যানবাহনের ন্যায্য ভাড়া নিশ্চিতকরণে সংশ্লিষ্ট আইনগুলোর উপর মোবাইল কোর্ট পরিচালনা ধারাবাহিক ভাবে অব্যাহত থাকবে বলে তিনি জানান ।