ফ্রিডম বাংলা নিউজ

বুধবার, জুলাই ৩, ২০২৪ |

EN

ইউক্রেনে ট্রেন স্টেশনে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত অন্তত ৩০

বিশ্ব বাংলা ডেস্ক | আপডেট: শুক্রবার, এপ্রিল ৮, ২০২২

ইউক্রেনে ট্রেন স্টেশনে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত অন্তত ৩০
ক্রামতোর্স্ক ট্রেন স্টেশনে রাশিয়ার রকেট হামলায় ৩০ জনেরও বেশি মানুষ নিহত এবং ১০০ জনের বেশি আহত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের রাষ্ট্রীয় রেল কোম্পানি।

শুক্রবার (৮ এপ্রিল) দুপুরে বিবিসির রাশিয়া-ইউক্রেন যুদ্ধের লাইভ হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানায়।

ক্রামতোর্স্ক ইউক্রেনের পূর্বাঞ্চলীয় স্টেশনগুলোর মধ্যে একটি যা এখনও চালু রয়েছে।

দোনেৎস্কের গভর্নর পাভলো কিরিলেনকো বলেন, ওই সময় হাজার হাজার মানুষ সেখান থেকে ট্রেনে ওঠার চেষ্টা করছিল।

ইউক্রেনীয় রেলের প্রধান বলেন, দুটি রকেট স্টেশনটিতে আঘাত হেনেছে।

ক্রামতোর্স্ক পূর্ব ইউক্রেন থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে আনার অন্যতম প্রধান পথ হিসেবে ব্যাপকভাবে পরিচিত।