ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪ |

EN

বাজারে এসেছে রিয়েলমির প্রথম ল্যাপটপ ‘রিয়েলমি বুক স্লিম’

তথ্যপ্রযুক্তি ডেস্ক | আপডেট: মঙ্গলবার, আগস্ট ৩১, ২০২১

বাজারে এসেছে রিয়েলমির প্রথম ল্যাপটপ ‘রিয়েলমি বুক স্লিম’

শীর্ষ স্মার্টফোন নির্মাতা ব্র্যান্ড রিয়েলমি এবার বাজারে নিয়ে এসেছে তাদের প্রথম ল্যাপটপরিয়েলমি বুক স্লিম ক্যানালিসের প্রতিবেদন অনুসারে স্মার্টফোন নির্মাতা ব্র্যান্ড রিয়েলমি ২০২১ সালের ২য় প্রান্তিকে বাংলাদেশে শীর্ষে

রিয়েলমি বুক স্লিমে রয়েছে ১৪ ইঞ্চি ২কে ফুল ভিশন ডিসপ্লে : স্ক্রিন রেশিও। কর্নিং গরিলা অলিওফোবিক আবরণ থাকায় ল্যাপটপে কোনও ধরণের স্ক্র্যাচ পরে না। ল্যাপটপের ন্যানো-এজ ডিজাইনের সাহায্যে দুর্দান্ত ভিজ্যুয়াল ইফেক্ট উপভোগ করা যাবে

ফুল মেটাল বডির দৃষ্টিনন্দন ডিজাইনের ল্যাপটপের ওজন মাত্র .৩৮ কিলোগ্রাম ল্যাপটপটি সম্পর্কে বিস্তারিত জানা যাবে ওয়েবসাইটে

১১ জেনারেশন ইনটেল কোর প্রসেসর সম্বলিত রিয়েলমি বুক স্লিমে রয়েছে ইনটেল আইরিশ এক্সই গ্রাফিক্স কার্ড। শক্তিশালী প্রযুক্তি হার্ডওয়্যারের ফলে রিয়েলমি বুক স্লিম ব্যবহারকারীরা যেকোনো সৃজনশীল কাজে ল্যাপটপ স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারবেন। মাল্টিটাস্কসহ গেম, বিনোদন অন্যান্য সৃজনশীল কাজে সহজেই একই সময়ে উচ্চ গতিতে ল্যাপটপটি ব্যবহারকার করা যাবে

৬৫ ওয়াট সুপার ফাস্ট চার্জার সমৃদ্ধ রিয়েলমি বুক স্লিম ৫০ শতাংশ পর্যন্ত চার্জ হতে সময় নেয় মাত্র ৩০ মিনিট একই চার্জার ব্যবহার করে নারজো ৩০ স্মার্টফোনটি ৩০ ওয়াট ডার্ট চার্জ করা যাবে ১১ ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ উপভোগ করা যাবে

রিয়েলমি বুক স্লিম ব্যবহার করে কোনও সেমিনারে বা অনলাইন মিটিংয়ে অংশ নিলে বা কারও সাথে কথা বললে স্পষ্ট শব্দ শোনা যাবে। এতে বিল্ট-ইন এইচডি ক্যামেরাও রয়েছে। বিভিন্ন ধরণের ডিভাইসকে রিয়েলমি বুক স্লিমের সাথে কানেক্ট করা যাবে। ব্যবহারকারীরা তাদের স্মার্টফোন কম্পিউটারকে সংযুক্ত করতে পারবেন। ল্যাপটপে অনেকগুলো পোর্ট রাখা হয়েছে

জিবি ্যাম ৫১২ জিবি স্টোরেজ ক্ষমতার ল্যাপটপ পাওয়া যাবে নীল ধুসর রঙে। দুটি ভিন্ন ভ্যারিয়েন্টের রিয়েলমি বুক স্লিম ল্যাপটপটির বাজার মূল্য ধরা হয়েছে ৫৫,৯৯৯ টাকা ৬৫,৯৯৯ টাকা। অনলাইনে কেনা যাবে এই লিংকে।

ল্যাপটপটিতে অরিজিনাল উইন্ডোজ ১০ ইন্সটল করা আছে যা উইন্ডোজ ১১- আপগ্রেডেবল এবং ব্যবহারকারীরা ডিভাইসে -ইন- ফিঙ্গারপ্রিন্ট পাওয়ার বাটন, তিন স্তরের ব্যাকলিট কিবোর্ড দ্রুত ফাইল ইন্টারচেঞ্জের মতো আরও অনেক ফিচার উপভোগ করতে পারবেন