ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, অক্টোবর ১৯, ২০২৪ |

EN

এক শিক্ষা প্রতিষ্ঠানে কেউ পাশ করেনি

নিজস্ব প্রতিবেদক | আপডেট: সোমবার, ফেব্রুয়ারী ১৪, ২০২২

এক শিক্ষা প্রতিষ্ঠানে কেউ পাশ করেনি
দিনাজপুর শিক্ষাবোর্ডের আওতাধীন উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় ঠাকুরগাঁওয়ের একটি শিক্ষা প্রতিষ্ঠানে কেউ পাশ করেনি।

এ তথ্যটি নিশ্চিত করে দিনাজপুর শিক্ষা বোর্ডের ডেপুটি পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর হারুন অর রশিদ মন্ডল বলেন, আজকে এইচএসসি পরীক্ষার ফলাফলে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার পীরগঞ্জ কলেজিয়েট স্কুল এন্ড কলেজ থেকে কোন শিক্ষার্থী পাশ করেনি। সে প্রতিষ্ঠানে এবার একজন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।

পীরগঞ্জ কলেজিয়েট স্কুল এন্ড কলেজের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করা হলে ফলাফল সংক্রান্ত তথ্য জানতে চাইলে তারা ভুল নাম্বার বলে ফোনটি রেখে দেন।

ঠাকুরগাঁওয়ে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন ৯ হাজার ৮১৪ জন। পাশের হার ৯০ দশমিক ৪৬, পাশ করেছে ৮ হাজার ৮৭৮ জন, জিপিএ-৫ পেয়েছে ৯৪৩ জন।