ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, অক্টোবর ১৯, ২০২৪ |

EN

খাগড়াছড়িতে ফল জাতীয় ফসলের মাঠ দিবস অনুষ্ঠিত

মো. মাইন উদ্দিন, খাগড়াছড়ি প্রতিনিধি | আপডেট: শনিবার, ফেব্রুয়ারী ১২, ২০২২

খাগড়াছড়িতে ফল জাতীয় ফসলের মাঠ দিবস অনুষ্ঠিত
পিংকি চাকমা চারা রোপনের ৯ মাসেই কুল ও পেয়ারা চাষে লাভ করেছেন ৯ লাখ টাকা 

খাগড়াছড়ি সদরের ভাইবোনছড়ায় কৃষানী পিংকি চাকমা বল সুন্দরী কুল ও পেয়ারা থাই-৮ চাষ করে সফল হয়েছেন। চারা রোপনের মাত্র ৯ মাসের মাথায় উৎপাদিত কুল ও পেয়ারা বিক্রি করে আয় করেছেন ৯ লাখ টাকার মত। তিনি বাগান করতে খরচ করেছিলেন ৪ লাখ টাকা। পিংকি চাকমার কুল ও পেয়ারার বাগানে আজ শনিবার মাঠ দিবসের অনুষ্ঠানে এই তথ্য জানান কৃষিবিদরা।

এ উপলক্ষে তারাবন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফল জাতীয় ফসলের মাঠ দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন এসিআই ফার্টিলাইজারের সেলস ম্যানেজার কৃষিবিদ ফিরোজ হোসেন। বক্তব্য রাখেন খাগড়াছড়ি হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক কিশোর কুমার, পাহাড়ি কৃষি গবেষনা কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মুন্সী রাশীদ আহমেদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক মতিউর রহমান প্রমূখ।

বক্তারা বলেন, সার ও কীটনাশকের সুসম ব্যবহারের মাধ্যমেই ফল জাতীয় ফসলের ভালো ফলন সম্ভব। তারা এক্ষেত্রে মানসম্মত কম্পানীর ফার্টিলাইজার ব্যবহারের উপর গুরুত্বারোপক করেন।