ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, সেপ্টেম্বর ২৯, ২০২৪ |

EN

আফগান জনগণের পাশে থাকবে পাকিস্তান: সেনাপ্রধান

বিশ্ব বাংলা ডেস্ক | আপডেট: শুক্রবার, আগস্ট ২০, ২০২১

আফগান জনগণের পাশে থাকবে পাকিস্তান: সেনাপ্রধান

আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে সবচেয়ে বেশি সুবিধা জনক অবস্থানে রয়েছে পাকিস্তান। অন্যান্য দেশ যেখানে তালেবানদের সাথে সম্পর্ক কেমন হবে তা নিয়ে চিন্তিত সেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পর দেশটির জনগণের পাশে থাকার ঘোষণা দিলেন পাক সেনা প্রধান জেনারেল কামার জাভেদ বাজোয়া।

মঙ্গলবার (১৭ আগস্ট) আফগানিস্তানের আট সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে আলোচনার পর পাকিস্তান সেনাবাহিনীর এক বিবৃতিতে এমনটাই জানানো হয়। সেনা প্রধান তার বিবৃতিতে জানান, আফগানিস্তানের পাশে থাকবে পাকিস্তান। আঞ্চলিক নিরাপত্তার জন্য দেশটিতে একটি স্থিতিশীল সরকার জরুরি।  

এদিকে, তালেবান নেতা ওয়াহিদুল্লাহ হাশিমি জানিয়েছেন, নতুন আফগানিস্তানে গণতন্ত্রের কোনও জায়গা থাকবে না। তালেবান শাসনে মূলত শরিয়া আইনের ওপরেই গড়ে উঠবে শাসন ব্যবস্থা। সংবাদসংস্থা রয়টার্সকে তিনি এমনটাই জানিয়েছেন। তবে সেই ব্যবস্থা গত তালেবান শাসনের মতো হবে কি না, তা নিয়ে স্পষ্ট কোনও মন্তব্য করেননি হাশিমি। অদূর ভবিষ্যতে তা স্পষ্ট হবে বলে জানিয়েছেন তিনি। তবে কাউন্সিল তৈরির বিষয়ে অনেকটাই নিশ্চিত তিনি।