ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, অক্টোবর ১৯, ২০২৪ |

EN

রাবির সেই শিক্ষার্থীর মরদেহ নেয়া হচ্ছে মামার বাড়িতে

ক্যাম্পাস প্রতিবেদক | আপডেট: বুধবার, ফেব্রুয়ারী ২, ২০২২

রাবির সেই শিক্ষার্থীর মরদেহ নেয়া হচ্ছে মামার বাড়িতে
ট্রাকচাপায় নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গ্রাফিক্স ডিজাইন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহমুদ হাবীব হিমেলের মরদেহ তার মামার বাড়ি নাটোরে নেয়া হচ্ছে। সেখানে নববিধান স্কুলের পাশে হিমেলের মরদেহ দাফন করা হবে বলে জানিয়েছেন তার মামা মোঃ মুন্না।

এর আগে সকাল ১০টা ৫০মিনিটে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে মৃতের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে একটি পিকআপে করে সকাল ১১টা ৫মিনিটে নাটোরের উদ্দেশ্যে রওনা হয়। লাশবাহী সেই পিকআপে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা সহযোগী অধ্যাপক তারেক নুরসহ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মীরা রয়েছেন।

এছাড়াও দাফনে অংশ নেয়ার জন্য নাটোরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, উপ-উপাচার্য চৌধুরী মোহাম্মদ জাকারিয়া ও ডক্টর মোহাম্মদ সুলতান উল ইসলাম টিপুসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের অন্যান্য শিক্ষকরা।