ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, অক্টোবর ১৯, ২০২৪ |

EN

ঐতিহ্যবাহী চুড়াইন তারিণীবামা উচ্চ বিদ্যালয়ের ৯৫ ব্যাচের রি-ইউনিয়ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট: বুধবার, ফেব্রুয়ারী ২, ২০২২

ঐতিহ্যবাহী চুড়াইন তারিণীবামা উচ্চ বিদ্যালয়ের ৯৫ ব্যাচের রি-ইউনিয়ন
মিলিবো এসে প্রাণের টানে' স্লোগানকে সামনে রেখে চুড়াইন তারিণীবামা উচ্চ বিদ্যালয়ের ৯৫ ব্যাচের রি-ইউনিয়ন অনুষ্ঠিত হয়েছে।  তারিণীবামা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই রি-ইউনিয়ন অনুষ্ঠিত হয়। 

স্কুলজীবন শেষে জীবনের প্রয়োজনে বিভিন্ন কর্ম ক্ষেত্রে দেশ-বিদেশে ব্যস্ত হয়ে পড়া সকলে প্রাণের টানে মিলিত হয়েছিলেন। দূর-দূরান্তে চলে যাওয়া বন্ধুরা সবাইকে একসঙ্গে পেয়ে একে-অপরকে জড়িয়ে ধরেন, কুশলবিনিময় করেন। এরপর শুরু হয় আড্ডাবাজি, স্মৃতিচারণসহ নানা আয়োজন।

জীবনের সোনালী সময়ের ঘনিষ্ঠ বন্ধুদের মিলন মেলায় এসে উপস্থিত হন। তাদের  উপস্থিতিতে অনুষ্ঠানস্থল এক আনন্দঘন পরিবেশে রূপ নেয়।

উল্লেখ যোগ্য উপস্থিত ছিলেন, সমাজ কল্যান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সেলিম খান, প্রধান শিক্ষক অরুণ বাবু, সহকারী প্রধান শিক্ষক সেলিম আহমেদসহ বিদ্যালয়ের সিনিয়র ও জুনিয়র শিক্ষকমন্ডলি। প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সিআইডি ইন্সপেক্টর হাফিজুল ইসলাম, ইন্সপেক্টর মোহাম্মদ মুরাদ হোসেন, ডাক্তার জামিল রেজা, মোহাম্মদ ইলিয়াছ হোসেন, মোহাম্মদ শামীম, মালিক কর্মকার, মোহাম্মদ ইকবাল, মোহাম্মদ সানোয়ার, সন্টু সাহা সহ আরো অনেকে।