ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪ |

EN

আধা কেজি ‘আইস’সহ গ্রেপ্তার ৭

নিজস্ব প্রতিবেদক | আপডেট: বুধবার, আগস্ট ১৮, ২০২১

আধা কেজি ‘আইস’সহ গ্রেপ্তার ৭

৫০০ গ্রাম মেথামফিটামিন মাদক ‘আইস বা ক্রিস্টাল মেথসহ ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে সাতজনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে গোয়েন্দা পুলিশ।

গ্রেপ্তাররা হলেন: নাজিম উদ্দিন, আব্বাস উদ্দিন, নাছির উদ্দিন, শিউলি আক্তার, কোহিনুর বেগম, সনজিত দাস ও হোসেন আলী।

 

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগ মঙ্গলবার রাতে তাদের গ্রেপ্তার করে বলে বুধবার এক সংবাদ সম্মেলনে জানানো হয়।

 

অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তার বলেন, “এই আইস মিয়ানমার থেকে কক্সবাজার হয়ে এসেছে। গ্রেপ্তাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলেছে, লকডাউনের কারণে তাদের মাদক কারবারে মন্দা যাচ্ছিল।

 

লকডাউন শেষে আইসের এই চালান কক্সবাজার থেকে চট্টগ্রামে নিয়ে আসা হয়। তারপর চট্টগ্রাম থেকে বড় একটি ট্রাকে করে আনা হয় কুমিল্লায়। সেখান থেকে একটি প্রাইভেটকারের মাধ্যমে ঢাকায় এনেছিল।

 

হাফিজ আক্তার বলেন, আইস বেশ দামি মাদক। ঢাকার আভিজাত এলাকায় এর চাহিদা বেশি। সেখানে উঠতি বয়সের তরুণ-তরুণীদের এই মাদক বিক্রি করত ওই চক্র। আইস ছাড়াও ৬৩ হাজার ইয়াবা উদ্ধার করা হয় তাদের কাছ থেকে।

 

সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, “আইস অত্যন্ত ভয়াবহ মাদক। এর স্বাস্থ্য ঝুঁকি অনেক বেশি।

 

গ্রেপ্তার সাতজনের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একটি মামলা করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।