ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪ |

EN

পরিকল্পনা সচিবের গাড়িতে বিএনপি নেতাকর্মীদের হামলা ও ভাঙচুর

ফ্রিডমবাংলানিউজ ডেস্ক | আপডেট: মঙ্গলবার, আগস্ট ১৭, ২০২১

পরিকল্পনা সচিবের গাড়িতে বিএনপি নেতাকর্মীদের হামলা ও ভাঙচুর

রাজধানীর চন্দ্রিমা উদ্যানের মোড়ে পরিকল্পনা সচিব ও পরিকল্পনা কমিশনের কার্যক্রম বিভাগের সদস্য মোহাম্মদ জয়নুল বারীর গাড়িতে হামলা ও ভাঙচুর করেছে বিএনপি নেতাকর্মীরা। মঙ্গলবার (১৭ আগস্ট) বেলা ১১টার দিকে এ ভাঙচুরের ঘটনা ঘটে।

জানা যায়, বিএনপি নেতাকর্মীরা হামলা চালিয়ে সচিবের গাড়ির সামনের ও পেছনের গ্লাস ভেঙে দিয়েছে। তবে এতে কেউ আহত হননি।

পরিকল্পনা বিভাগের সচিব মোহাম্মদ জয়নুল বারী সাংবাদিকদের বলেন, ‘সকাল সোয়া ১০টার দিকে আমি গাড়িতে জ্যামের মধ্যে ছিলাম। বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রের একটু আগে ছিল আমার গাড়ি। জিয়ার মাজারের ওখানে থেকে কিছু লোক ধাওয়া খেয়ে চন্দ্রিমা উদ্যানের ভেতর দিয়ে এসে কাঁটাতারের ব্যারিকেড পার হয়ে যাচ্ছিল। এর মধ্যেই তারা গাড়ি ভাঙতে শুরু করে। আমারটাসহ অনেক গাড়িই তারা ভেঙে ফেলে। আমারটা সরকারি গাড়ি দেখে আগে ভাঙা শুরু করে।’

তিনি বলেন, ‘গাড়ির দু-দিকের কাঁচ ছাড়াও পেছনের কাঁচও ভেঙে ফেলেছে। গাড়ির ভেতরে বড় ইটের টুকরো পাওয়া গেছে। এ বিষয়ে পুলিশকে জানানোসহ আইনগভাবে যা করার তা করা হবে।’

সচিব বলেন, ‘ভাঙচুর শুরু হতেই আমি গাড়ি থেকে নেমে পড়ি। আমার কিছু হয়নি। আমি ভাল আছি।’