ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, সেপ্টেম্বর ২৯, ২০২৪ |

EN

১৪ আগস্টকে দেশভাগের বিভীষিকা স্মরণ দিবস হিসেবে ঘোষণা মোদির

স্পোর্টস ডেস্ক | আপডেট: রবিবার, আগস্ট ১৫, ২০২১

১৪ আগস্টকে দেশভাগের বিভীষিকা স্মরণ দিবস হিসেবে ঘোষণা মোদির

দেশবাসীর আবেগকে আবারো কাজে লাগানো চেষ্টা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি ভারতের স্বাধীনতা দিবসের আগের দিন অর্থাৎ ১৪ আগস্টকে ‘দেশভাগের বিভীষিকা স্মরণ দিবস’ হিসেবে ঘোষণা করেছেন।

আজ (১৪ আগস্ট) এ বিষয়ে এক টুইট করে মোদি লেখেন, ‘দেশভাগের বেদনা ভোলা যায় না। কয়েক লাখ ভাই-বোন এই সময় নিজেদের ঘর ছাড়া হয়েছিলেন। অনেকেই নিজেদের জীবন হারিয়েছিলেন অযাচিত ঘৃণার কারণে। আমাদের দেশের সেই নাগরিকদের লড়াইকে স্মরণ করে এবার থেকে ১৪ আগস্টকে দেশভাগের বিভীষিকা স্মরণ দিবস হিসেবে চিহ্নিত হবে।’

তিনি আরও লেখেন, ‘#PartitionHorrorsRemembranceDay যেন আমাদের সেসব স্মৃতি মনে রাখতে সাহায্য করে এবং সামাজিক বিভাজন, বিভেদ দূর করে ঐক্য, সামাজিক সম্প্রীতি এবং মানুষের ক্ষমতায়নের মনোভাবকে আরও শক্তিশালী করতে সাহায্য করে।’

এদিকে স্বাধীনতা দিবসের ৭৫ বছর উপলক্ষে তেরঙ্গা যাত্রা করার পরিকল্পনা করেছে বিজেপি। রাজ্যে বিজেপির যুবমোর্চা তিনদিন ধরে এই তেরঙ্গা যাত্রা করবে বলে জানা গেছে। বিশ্লেষকদের মত, স্বাধীনতা দিবস উপলক্ষে তেরঙ্গা যাত্রার মধ্যে দিয়ে দেশপ্রেমের আবেগকে হাতিয়ার করে জনসংযোগ বাড়াতে চায়ছে মোদি সরকার।