ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, সেপ্টেম্বর ২৯, ২০২৪ |

EN

দ্বিতীয় ও তৃতীয় বৃহত্তম আফগান শহর দখলে নিয়েছে তালেবান

বিশ্ব বাংলা ডেস্ক | আপডেট: শুক্রবার, আগস্ট ১৩, ২০২১

দ্বিতীয় ও তৃতীয় বৃহত্তম আফগান শহর দখলে নিয়েছে তালেবান

আফগানিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর কান্দাহার এবং তৃতীয় বৃহত্তম শহর হেরাত দখলে নিয়েছে তালেবান যোদ্ধারা।

এ নিয়ে গত শুক্রবার থেকে ১২টি প্রাদেশিক রাজধানীর দখল নিল তালেবান যোদ্ধারা। খবর: আলজাজিরা।

রাজধানী থেকে ১৩০ কিলোমিটার দূরের কৌশলগত গুরুত্বপূর্ণ গজনি শহরও এখন তালেবান যোদ্ধাদের নিয়ন্ত্রণে।

নিজেদের অফিসিয়াল টুইটারে তালেবান বলেছে, ‘কান্দাহার পুরোপুরি বিজয় করা হয়েছে। মুজাহিদীনরা শহীদ চত্বরে পৌঁছে গেছেন।’

সেখনকার বাসিন্দারা বার্তা সংস্থা এএফপি-কে বিষয়টি নিশ্চিত করেছেন। তারা বলেছেন, তালেবান গভর্নর ভবনসহ সব সরকারি স্থাপনার দখল নিয়েছে। কর্মকর্তারা বিমানে কাবুল পালিয়ে গেছেন।

এর আগের দেশটির তৃতীয় বৃহত্তম শহর হেরাত দখল করে নেয় তালেবান যোদ্ধারা। সেখানকার তালেবান বিরোধী কমান্ডার ইসমাইল খান পালিয়ে গেছেন।

মাত্র ২৪ ঘণ্টার মধ্যে কান্দাহার, হেরাত ও গজনি শহরের নিয়ন্ত্রণ তালেবানের জন্য বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে। এতে কার্যত দেশের অধিকাংশ এলাকার ওপর নিয়ন্ত্রণ হারালো কাবুলের আফগান সরকার।

এদিকে আফগান সরকারি সূত্র আলজাজিরাকে জানিয়েছে, ক্রমবর্ধমান সহিংসতা বন্ধে তালেবানকে ক্ষমতার অংশীদার করার প্রস্তাব দিয়েছে সরকার।

কাতারের মাধ্যমে তালেবানদের এই প্রস্তাব দেওয়া হয়েছে। আফগান সরকার ও তালেবানের মধ্যে সংলাপে মধ্যস্থতা করে আসছে দোহা।