ফ্রিডম বাংলা নিউজ

বুধবার, জুলাই ৩, ২০২৪ |

EN

অভিযান-১০ লঞ্চে আগুন: অগ্নিদগ্ধে শতাধিক যাত্রী হাসপাতালে ভর্তি

ফারজানা ববি নাদিরা | আপডেট: শুক্রবার, ডিসেম্বর ২৪, ২০২১

অভিযান-১০ লঞ্চে আগুন: অগ্নিদগ্ধে শতাধিক যাত্রী হাসপাতালে ভর্তি
ঢাকা থেকে বরগুনা যাওয়ার পথে ঝালকাঠির বিষখালী নদীতে অভিযান-১০ নামক যাত্রীবাহী একটি লঞ্চে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। 

শুক্রবার (২৪ ডিসেম্বর) রাত ৩টার সময় বরগুনা যাওয়ার পথে বিষখালী নদীতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

প্রাথমিক ধারনা করা হচ্ছে প্রায় তিন’শ পঞ্চাশ এর অধিক যাত্রী ছিল ওই লঞ্চটিতে। স্থানীয়রা ধারনা করছেন অগ্নিদগ্ধে শতাধিক মৃত্যু হয়েছে। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লঞ্চ থাকা যাত্রী  M Sadikur Rahman (সাদিক) জানায়, রাত তিনটার দিকে লঞ্চটির ইন্জিন কক্ষে আগুন লাগে। এর পর মুহুর্তের মধ্যেই ছড়িয়ে পরে ইন্জিনের আশপশে। তিনি জানান অগ্নিদগ্ধে অনেক প্রাণহানি হয়েছে। তবে অগ্নিদগ্ধে মৃত্যুর কোন পরিসংখ্যান রির্পোট লেখা পর্যন্ত পাওয়া যায়নি।

ঝালকাঠি সদর হাসপাতাল কর্তিপক্ষ জানিয়েছেন, রাত ৪টা থেকে হাসপাতালে অগ্নিকান্ডের ঘটনায় আহত প্রায় শতাধিক যাত্রী ভর্তি হয়েছে। বেড সংঙ্কটের কারনে তাদের হাসপাতালের ফ্লোরে চিকিৎসা দেয়া হচ্ছে।