ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, অক্টোবর ১৯, ২০২৪ |

EN

সারের দাম নিয়ন্ত্রণে উপজেলা পর্যায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে : কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | আপডেট: বুধবার, ডিসেম্বর ১৫, ২০২১

সারের দাম নিয়ন্ত্রণে উপজেলা পর্যায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে : কৃষিমন্ত্রী
সারের দাম নিয়ন্ত্রণে রাখতে আগামী ১৫ দিন উপজেলা পর্যায়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। সচিবালয়ে ডিলারদের সঙ্গে বৈঠকে এ কথা জানান কৃষিমন্ত্রী।

এসময় তিনি আরো বলেন, কৃত্রিম ঘাটতি সৃষ্টি করে দাম বাড়ালে ডিলারদের লাইসেন্স বাতিলসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দেশে পর্যাপ্ত সার মজুত আছে বলেও জানান তিনি।

সংকট দেখিয়ে বেশ কিছু দিন ধরেই সরকার নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি দামে বিক্রি হচ্ছিলো সার। যার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন চাষিরা। এ পরিস্থিতি উত্তরণে ব্যবস্থা নিচ্ছে সরকার।

মঙ্গলবার সচিবালয়ে সার ডিলারদের সঙ্গে বৈঠকে বসে কৃষি ও শিল্প মন্ত্রণালয়। কৃষি মন্ত্রী জানান, কৃত্রিম ঘাটতি সৃষ্টি করে সারের দাম বাড়ালে ডিলারদের লাইসেন্স বাতিলসহ আইনগত ব্যবস্থা নেয়া হবে। এজন্য আগামী ১৫ দিন মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

বৈঠকে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, কৃষকদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। পর্যাপ্ত সার মজুত আছে।

সারের দামে কারসাজিতে জড়িত অসাধু ডিলারদের সদস্যপদ বাতিলের হুঁশিয়ারি দেয় বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন।