ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৪ |

EN

চিকিৎসক: ওমিক্রন আক্রান্ত ক্রিকেটাররা সুস্থ

নিজস্ব প্রতিবেদক | আপডেট: বুধবার, ডিসেম্বর ১৫, ২০২১

চিকিৎসক: ওমিক্রন আক্রান্ত ক্রিকেটাররা সুস্থ
জিম্বাবুয়েতে নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্ব খেলে দেশে ফিরে করোনায় আক্রান্ত হয়ে পড়েছিলেন দুই নারী ক্রিকেটার। বাধ্যতামূলক ১৪ দিন কোয়ারেন্টাইনের শেষ পর্যায়ে এসে আরও এক ক্রিকেটার করোনা পজিটিভ হয়েছেন।

দলে মোট আক্রান্তের সংখ্যা এখন ৩ জন। আজ মঙ্গলবার তাদেরকে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজন করোনার নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত, আরেকজন ডেল্টায় আক্রান্ত। মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. নিয়াতুজ্জামান বলেছেন, তারা সুস্থ আছেন।

যদিও বিসিবির দাবি, তৃতীয়জনের আক্রান্ত হওয়ার খবরটি ভুল। উইমেন্স উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল জানিয়েছেন, ভারতীয় রাষ্ট্রপতি আসছেন, একই হোটেলে (সোনারগাঁও) থাকবেন। তাই আক্রান্তদের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তাদের ৪-৫ দিন হাসপাতালে থাকতে হবে। কোয়ারেন্টাইন শেষ করে নেগেটিভ হলেই ছাড়পত্র পাবেন।

তিনি বলেন, তিনজন নয়, দুজনই আক্রান্ত। তিনজনের খবরটা ভুল। কালকে আমাদের পুরো দলের আরেকটা টেস্ট হবে। সেখানে নেগেটিভ আসলে আক্রান্তরা ছাড়া বাকি সবাইকে ছেড়ে দেয়া হবে।

মুগদা হাসপাতালের সংশ্লিষ্ট চিকিৎসকরা জানিয়েছেন, আক্রান্ত দুই নারী ক্রিকেটার সুস্থ আছেন। তাদের শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে। পর্যবেক্ষণের সুবিধার্থে এবং বাইরের অতিথি আসছেন বলেই তাদের হাসপাতালে নেয়া হয়েছে। উল্লেখ্য, গত ১ ডিসেম্বর জিম্বাবুয়ে থেকে নামিবিয়া, ওমান হয়ে দেশে ফিরেছিল বাংলাদেশ নারী দল।