ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, জুলাই ২৭, ২০২৪ |

EN

ইসলাম বিষয়ক প্রশ্নোত্তর

মা-বাবার মুখের দিকে তাকালে কি কবুল হজের সওয়াব হয়?

ধর্মকথা ডেস্ক | আপডেট: শুক্রবার, জুন ৭, ২০২৪

মা-বাবার মুখের দিকে তাকালে কি কবুল হজের সওয়াব হয়?
প্রশ্ন : মা-বাবার মুখের দিকে তাকালে কি কবুল হজের সওয়াব হয়?

উত্তর : আল্লাহতায়ালা দুনিয়ায় এমন তিনটি জিনিস দিয়েছেন, যার দিকে তাকালে আমলনামায় সওয়াব লেখা হয়। ৩টি জিনিস হলো-কাবা শরিফ, কুরআন শরিফ ও মা-বাবার চেহারা। এ প্রসঙ্গে আল্লাহতায়ালা বলেন, ‘তোমরা আল্লাহর ইবাদত কর, তাঁর সঙ্গে শরিক কর না এবং মা-বাবার সঙ্গে সদ্ব্যবহার কর (সূরা-৪ নিসা, আয়াত : ৩৬)।’ রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেন, ‘যখন কোনো সন্তান নিজের মা-বাবার প্রতি অনুগ্রহের নজরে দৃষ্টিপাত করে, আল্লাহতায়ালা তার প্রতিটি দৃষ্টির বিনিময়ে একটি করে কবুল হজের সওয়াব দান করেন (বায়হাকি)।’ মা-বাবার খেদমত অন্যতম ইবাদত। মিরাজ রজনিতে নামাজ ও রোজা ফরজ হয় এবং আল্লাহর তরফ থেকে ১৪টি সিদ্ধান্ত দেওয়া হয়। এর মধ্যে প্রথম হলো আল্লাহর সঙ্গে শরিক না করা এবং দ্বিতীয় হলো মা-বাবার সঙ্গে সদ্ব্যবহার করা (সূরা-১৭ ইসরা, আয়াত : ২৩)।