ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪ |

EN

সোনা চোরাচালানে বছরে ৯১ হাজার কোটি টাকা পাচার

স্টাফ রিপোর্টার | আপডেট: সোমবার, জুন ৩, ২০২৪

সোনা চোরাচালানে বছরে ৯১ হাজার কোটি টাকা পাচার

ফাইল ছবি

সোনা ও হীরা চোরাচালানে দেশ থেকে প্রতিবছর ৯১ হাজার ২৫০ কোটি টাকার বেশি পাচার হয়ে যাচ্ছে। 

পুরো এই টাকা হুন্ডির মাধ্যমে চোরাকারবারিরা বিদেশে নেয়। সোমবার বসুন্ধরা সিটিতে নিজস্ব কার্যালয়ে বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস) আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি মো. রিপনুল হাসান, মাসুদুর রহমান, কার্যানির্বাহী সদস্য আনোয়ার হোসেন প্রমুখ। 

বক্তারা বলেন, প্রতিদিন দেশের জল, স্থল ও আকাশপথে কমপক্ষে ২৫০ কোটি টাকার অবৈধ সোনার অলঙ্কার, সোনার বার, পুরোনো সোনা ও হীরার অলঙ্কার বিদেশে চোরাচালান হচ্ছে। ৩৬৫ দিন বা এক বছর শেষে যার পরিমাণ ৯১ হাজার ২৫০ কোটি টাকার বেশি। এর মধ্যে গড়ে ২২০ কোটি টাকার সোনা ও সোনার অলঙ্কার এবং ৩০ কোটি টাকার হিরা। এ হিসাবে এক বছরে ৮০ হাজার ৩০০ কোটি টাকার সোনা ও ১০ হাজার ৯৫০ কোটি টাকার হীরা অবৈধভাবে আসছে। এই পুরো টাকাই হুন্ডির মাধ্যমে চোরাকারবারিরা বিদেশে পাচার করে। এতে সরকার রেমিট্যান্স হারাচ্ছে। ফলে চলমান ডলার সংকট মোকাবিলায় এই বিপুল পরিমাণ অর্থ পাচার ও চোরাচালান বন্ধে সরকারকে উদ্যোগ দিতে হবে। এ সময়ে বাজুসের পক্ষ থেকে কয়েকটি সুপারিশ করা হয়।