ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, অক্টোবর ১৯, ২০২৪ |

EN

আবরারের মামলা পরিচালনায় বুয়েটের খরচ ৫৫ লাখ টাকা : ভিসি

ক্যাম্পাস প্রতিবেদক | আপডেট: বৃহস্পতিবার, ডিসেম্বর ৯, ২০২১

আবরারের মামলা পরিচালনায় বুয়েটের খরচ ৫৫ লাখ টাকা : ভিসি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদের হত্যা মামলা পরিচালনা করতে গিয়ে এ পর্যন্ত বুয়েটের খরচ হয়েছে প্রায় ৫৫ লাখ টাকা, জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সত্য প্রাসাদ মজুমদার।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) দুপুরে বুয়েটে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

পরবর্তী মামলা পরিচালনায় বুয়েটের সহায়তা অব্যাহত থাকবে কি না, এমন প্রশ্নের উত্তরে উপাচার্য বলেন, আবরারের পরিবারের পক্ষ থেকে যেটুকু চাওয়া হয়েছে তা আমরা দিয়েছি। প্রতিমাসে পঁচাত্তর হাজার টাকা দিচ্ছি। তারা আর্থিকভাবে সংকটে পড়েছেন। এ জন্য আমি ভাইস-চ্যান্সেলরের দায়িত্ব পাওয়ার পরে জুলাইয়ের ১ তারিখ থেকে প্রতিমাসে ৭৫ হাজার টাকা করে দিচ্ছি আবরারের পরিবারকে। এ ছাড়া আইনি সহায়তা ও আইনজীবীদের যে ফি এবং স্টুডেন্টদেরকে আনা-নেওয়া করা সাক্ষী হিসেবে খরচ, ঢাকায় এসে থাকার খরচ সবকিছু আমরা বুয়েট থেকে বহন করেছি। তিনি বলেন, এ পর্যন্ত বুয়েটের খরচ হয়েছে প্রায় ৫৫ লাখ টাকা। এর বাইরে প্রতি মাসে যেটা দেওয়া হচ্ছে, সেটা ১২ বছর দেওয়া হবে। ভবিষ্যতে তিনি যদি আমাদের কাছে চান এই সাপোর্ট আমরা অবশ্যই দেব।

তিনি বলেন, আবরারের বাবা-মা’র প্রতি আমরা সহমর্মিতা দেখিয়েছি। তাদেরকে বুয়েটের পক্ষ থেকে যতদূর সম্ভব সাহায্য সহযোগিতা করেছি। আইনী ও আর্থিক সহযোগিতা করেছি। ভবিষ্যতেও করব।