ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবের কারণে সেন্টমার্টিনে আটকা পড়া প্রায় পাঁচ শতাধিক পর্যটক অবশেষে টেকনাফে ফিরতে শুরু করেছেন।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিকেলে বিআইডব্লিউটিএ’র টেকনাফ অঞ্চলের ট্রাফিক সুপারভাইজার জহির উদ্দিন ভূঁইয়া এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে দুপুর ২টার দিকে ৪টি জাহাজে সেন্টমার্টিন থেকে টেকনাফের উদ্দেশে রওনা দিয়েছেন তারা।
টেকনাফ অঞ্চলের ট্রাফিক সুপারভাইজার জহির উদ্দিন ভূঁইয়া জানান, ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাব কেটে যাওয়ায় ৩ নম্বর সতর্কসংকেত নামিয়ে ফেলা হয়েছে। এ কারণে মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুরে টেকনাফ থেকে পর্যটকবাহী ৪টি জাহাজে করে প্রায় ৭০০ পর্যটক সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণে গেছেন। তারা যাতে ঠিকমতো টেকনাফে পৌঁছায় সে বিষয়ে খোঁজ খবর রাখা হচ্ছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী বলেন, সাগরের পরিস্থিতি শান্ত হওয়ায় মঙ্গলবার সেন্টমার্টিন থেকে জাহাজে করে পর্যটকরা তাদের গন্তব্যে ফিরতে শুরু করেছেন। তাদের যাতে কোনো অসুবিধা না হয় সেদিকেও নজর রাখা হচ্ছে।
উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর ঘূর্ণিঝড় জাওয়াদের কারণে টেকনাফ-সেন্ট মার্টিন নৌরুটে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়। এতে আটকা পড়েন প্রায় ৫ শতাধিক পর্যটক।