ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪ |

EN

ভোট দিলেন শেখ রেহানা

বিশেষ প্রতিবেদক | আপডেট: রবিবার, জানুয়ারী ৭, ২০২৪

ভোট দিলেন শেখ রেহানা

বক্সে ব্যালট পেপার জমা দিচ্ছেন শেখ রেহানা।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা।

রোববার (০৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে তিনি রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন।

গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়ে শেখ রেহানা বলেন, সবাই দোয়া করবেন, সবার কাছে দোয়া চাই। নৌকা জিতবে ইনশাল্লাহ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি।

এর আগে সকাল ৮টার দিকে রাজধানীর সিটি কলেজ কেন্দ্রে ভোট দেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলও ভোট দেন।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আজ সারা দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে।  সারা দেশে সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ভোটগ্রহণ কার্যক্রম চলবে বিকেল ৪টা পর্যন্ত।