ফ্রিডম বাংলা নিউজ

মঙ্গলবার, নভেম্বর ৫, ২০২৪ |

EN

আওয়ামী লীগ নেতাদের নিয়ে জিএম কাদেরের বৈঠক

ফ্রিডমবাংলানিউজ ডেস্ক | আপডেট: রবিবার, ডিসেম্বর ৩১, ২০২৩

আওয়ামী লীগ নেতাদের নিয়ে জিএম কাদেরের বৈঠক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় অংশ নিতে রংপুর গিয়ে জিএম কাদের বলেছিলেন, আমরা মহাজোটে নেই। গত ২৩ ডিসেম্বর পার্টির সেন্ট্রাল রোডের কার্যালয়ে বসে এমন বক্তব্য দেওয়ার সপ্তাহ না পেরুতেই আওয়ামী লীগ নেতাদের নিয়ে বৈঠক করেছেন জিএম কাদের।

রংপুর-৩ আসনে লাঙ্গলকে জয়ী করতে শনিবার (৩০ ডিসেম্বর) বেলা সাড়ে এগারোটার দিকে নগরীর সেনপাড়াস্থ স্কাই ভিউয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের উপস্থিতিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে রংপুর মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেন এবং যুগ্ম আহ্বায়ক আবুল কাশেমসহ জাতীয় পার্টির অন্য‌ নেতারা উপস্থিত ছিলেন।

বৈঠক সূত্রে জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটগত কারণে জাতীয় পার্টিকে ২৬টি আসনে ছাড় দেয় আওয়ামী লীগ। সেই ছাড় দেওয়া আসনের মধ্যে রংপুর-৩ আসন একটি। এই আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী তুষার কান্তি মন্ডল কেন্দ্রের নির্দেশে প্রার্থিতা প্রত্যাহার করে নেন। 

এরপর জাতীয় পার্টি নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছে। গত ২২ ডিসেম্বর রংপুরে গিয়ে জিএম কাদের নিজে প্রচারণা ও গণসংযোগ করেন। এরই অংশ হিসেবে তিনি আবারও রংপুরে এসেছেন এবং চায়ের দাওয়াত দিয়েছিলেন রংপুর মহানগর আওয়ামী লীগের নেতাদের। সেই চায়ের দাওয়াতে সাড়া দিয়ে রংপুর মহানগর আওয়ামী লীগের নেতারা এসেছিলেন স্কাই ভিউয়ের বাসায় এবং রুদ্ধদ্বার ঘণ্টাব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী শনিবার থেকে জাতীয় পার্টির পক্ষে আওয়ামী লীগ প্রচারণা চালাবে বলে জানা গেছে।

এ বিষয়ে রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস.এম ইয়াসির জানান, জাতীয় পার্টির চেয়ারম্যানের পক্ষ থেকে চায়ের দাওয়াত দেয়া হয়েছিল মহানগর আওয়ামী লীগকে। সেই চায়ের দাওয়াতে এসেছিলেন মহানগর আওয়ামী লীগের নেতারা। আজকে থেকে আওয়ামী লীগ আমাদের সঙ্গে নির্বাচনী প্রচারণা চালাবেন।